নব্যেন্দু হাজরা: অ্যাডিনো-নিউমোনিয়ার জোড়া ফলায় জেরবার বাংলা। ক্রমশ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান তুলে ধরে দাবি করলেন, এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডিনোর বলি ২ শিশু।
বৃহস্পতিবার দুপুরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি থাকা ১২ টি শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের শরীরে অ্যাডিনোর অস্বিত্ব মিলেছে। বাকি ১০ শিশুর কো-মর্বিডিটি ছিল। যার জেরে মৃত্যু বলেই দাবি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অযথা আতঙ্ক না করে সাবধান থাকার কথা বলেন। প্রয়োজন ছাড়া সদ্যোজাত থেকে ২ বছর বয়সী বাচ্ছাদের ঘর থেকে বের না করার পরামর্শও দেন। জানান, রাজ্য প্রস্তুত রয়েছে। ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছেন। ফলত পরিস্থিতি জটিল হলেও রাজ্য তা মোকাবিলা করতে পারবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।
এদিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মিডিয়ার কারণে অ্যাডিনো আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মধ্যে। তাঁর কথায়, “পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এমনভাবে প্রচার করা হচ্ছে যার জন্য ভাবছিলাম যে, প্রাথমিক স্কুল ছুটি দিতে হবে কি না। কিন্তু আদতে বিষয়টা সেরকম নয়। অনেক বাচ্চাদের অনেক রকম সমস্যা থাকে। তার সঙ্গে অ্যাডিনোর সম্পর্ক নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.