সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জন তৃণমূল নেতাকে সিবিআই গ্রেপ্তার করতেই রাজ্যে তাণ্ডব হচ্ছে, এরপর আরও নেতা গ্রেপ্তার হলে তো বাংলার গ্রামে গ্রামে আগুন জ্বলবে৷ বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে এসে এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ তাঁর দাবি, এরপরও আরও তৃণমূল নেতা গ্রেপ্তার হবেন৷ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে গত দেড়-২ মাস ধরে মানুষকে খেপিয়ে তুলছেন বলেও এদিন মন্তব্য করেন দিলীপবাবু৷ নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্ব৷
রাজ্যপালের সঙ্গে দেখা করে এদিন বিজেপির প্রতিনিধি দল অভিযোগ করেছে, রাজ্য জুড়ে বিজেপি নেতারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন৷ পুলিশ সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তিনি৷ উত্তরপাড়ার বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের শ্লীলতাহানি হয়েছে, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ৷ হামলা হয়েছে মনু সাহা, লক্ষণ শেঠের বাড়ি ও অফিসেও৷ যাদবপুরে বিজেপির অফিস ভেঙে দিয়েছে তৃণমূল সমর্থকরা৷
TMC Goons trying 2 break into my Apartment in Kailash Bose Street where my MumDad are staying• How shameful is this 😡😡 pic.twitter.com/h8rqhO837B
— Babul Supriyo (@SuPriyoBabul) January 4, 2017
দিলীপবাবুর অভিযোগ, হামলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাড়িতেও৷ মন্ত্রীর বাড়ির সামনে ইট ছোঁড়া হয়৷ প্রায় শ’খানেক তৃণমূল সমর্থক এদিন বাবুলের বাড়ির সামনে ধরনা দেন, গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে৷ দিলীপবাবুর দাবি, ওই বাড়িতে বাবুল সুপ্রিয়র বাবা-মা থাকেন জেনেই হামলা হয়েছে বলে দাবি বিজেপির৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শোচনীয় বলে রাজ্যপালের কাছে দরবার করে রাজ্য রাজ্য বিজেপি৷ রাজ্য সভাপতির দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্যের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রসচিবের কাছে থেকে রিপোর্ট চেয়েছেন৷ তবে এখনই রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে না বিজেপি৷
রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন৷ বিজেপির অফিসে ধুন্ধুমার বাঁধলেও কোনও ব্যবস্থা নেননি পুলিশ কমিশনার রাজীব কুমার। সারদা কাণ্ডের নথিপত্র তাঁর তত্ত্বাবধানেই নষ্ট হয়েছে, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.