Advertisement
Advertisement

Breaking News

মেদিনীপুর কাণ্ড থেকে শিক্ষা, অমিতের সভার মঞ্চ বাঁধবে রাঁচির ডেকরেটর্স

শামিয়ানা কাণ্ডের পর বাদ কলকাতার ব্যবসায়ী।

Bengal BJP to contract Ranchi's decorators for Amit Shah's rally
Published by: Subhamay Mandal
  • Posted:August 9, 2018 9:10 am
  • Updated:August 9, 2018 9:10 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাউনি ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভার বরাত পাওয়া ডেকরেটর্সকে এবার আর কলকাতায় অমিত শাহর সভার মঞ্চ তৈরির দায়িত্ব দিল না বিজেপি। রাঁচির এক নামী ডেকরেটর্সকে দিয়েই মেয়ো রোডে শাহর সভার মঞ্চ তৈরি করা হচ্ছে। মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলে দর্শকাসনের উপর ছাউনি ভেঙে পড়ার ঘটনা থেকে আগাম সতর্ক দলের রাজ্য নেতৃত্ব। কলকাতার সভায় দর্শকাসনের উপর ছাউনি না থাকলেও মঞ্চের উপর থাকছে ছাউনি। তা সত্ত্বেও আর কোনওরকম বিতর্ক যাতে না হয় তাই দলের তালিকাভুক্ত উত্তর কলকাতার ওই ডেকরেটর্সকে বাদ দিয়ে ভিন রাজ্যের ডেকরেটর্সের উপরই ভরসা রাখল গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় নেতারাই ডেকরেটর্স বদল করার নির্দেশ দিয়েছেন।

[চাকদহে আক্রান্ত শমীক ভট্টাচার্য, বিজেপি নেতার গাড়ি ভাঙচুর]

Advertisement

যে কোনও প্রকাশ্য সভায় দর্শকাসন কিংবা মঞ্চের উপর ছাউনি তৈরির ক্ষেত্রে রাঁচির ওই ডেকরেটর্সটি যথেষ্ট অভিজ্ঞ। একাধিক রাজ্যে বিজেপির বিভিন্ন বড় জনসভার মঞ্চ থেকে ছাউনি তৈরির বরাতও পায় রাঁচির ওই ডেকরেটর্স। মেয়ো রোডে গান্ধীমূর্তির দিকে নয়, ১১ আগস্ট অমিত শাহর সভার মূল মঞ্চ হচ্ছে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের দিকে। গান্ধীমূর্তির দিকে মুখ থাকবে মঞ্চের। মূল মঞ্চের ডানদিকে আর একটি ছোট মঞ্চ থাকছে। বিজেপি নেতাদের দাবি, যুব সমাবেশে জনসংখ্যা দু লক্ষ ছাপিয়ে যাবে। তাই ভিড়ের চাপও যথেষ্ট থাকবে। সেজন্য ছাউনি দেওয়া দু’টি মঞ্চই যথেষ্ট শক্তপোক্তভাবেই তৈরি করা হবে। দলের তরফে নিযুক্ত ইঞ্জিনিয়ারদের দিয়েও মঞ্চ পরীক্ষা করে নেওয়া হবে। মূল সভামঞ্চেও ঠাঁই হচ্ছে মাত্র আটজনের। যাতে মঞ্চের উপর অতিরিক্ত চাপ না পড়ে। বিজেপির যুব সংগঠন যুবমোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার জানালেন, “আমরা রাঁচির ডেকরেটর্সকেই সভামঞ্চ তৈরির দায়িত্ব দিয়েছি।” মেয়ো রোডে অমিত শাহর সভাস্থলে নজরদারিতে এবার দলীয় তরফে ড্রোন যেমন থাকছে, তেমনই প্রশিক্ষিত একশো স্বেচ্ছাসেবকের হাতে থাকবে ওয়াকিটকি। সাড়ে পাঁচশো স্বেচ্ছাসেবক নজর রাখবেন, সভাস্থলে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়। সুশৃঙ্খলভাবে সভার কাজ সম্পন্ন করতে সমস্তরকম প্রস্তুতি নিয়েছে বিজেপি নেতৃত্ব। বুধবার বিকেলে কলকাতায় এসে সভার প্রস্তুতি নিয়ে দলের যুব নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠকও করেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement