সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশ সরকারের পথে হাঁটল এ রাজ্যের সরকারও৷ বিনা অনুমতিতে এ রাজ্যে সিবিআই তদন্তে জারি নিষেধাজ্ঞা৷ শুক্রবার নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে রাজ্যে সিবিআই তদন্ত সংক্রান্ত পুরানো অর্ডিন্যান্সটি বাতিলের সিদ্ধান্ত হয়৷ রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে যে, এখন রাজ্যের কোনও বিষয়ে তদন্ত করতে গেলে আগাম অনুমতি নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদেরও৷ তবে আদালত যদি তদন্তের নির্দেশ দেয়, সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন নেই৷
এমনিতেই সিবিআই-এর ‘চোখরাঙানি’ নিয়ে আগে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করার অভিযোগ করেছেন তিনি৷ আর এবার এ রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের গতিবিধিতে কার্যত বেড়ি পরালেন তিনি৷ বাতিল করে দিলেন বাম আমলের অর্ডিন্যান্স৷ এখন আদালতের নির্দেশ ছাড়া যদি এ রাজ্যের কোনও বিষয়ে তদন্ত করতে চায় সিবিআই, সেক্ষেত্রে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের৷ রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তিতে সিবিআই ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছল বলেই মনে করা হচ্ছে৷
[চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এ কী করলেন যাত্রী! ভিডিও দেখলে শিউরে উঠবেন]
সিবিআই-কে অন্ধ্রপ্রদেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত ‘সঠিক’ বলে চন্দ্রবাবু নাইডুর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার তৃণমূলের বর্ধিত সভামঞ্চ থেকে চন্দ্রবাবুকে সমর্থন জানান তিনি৷ সভামঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রয়োগ করা যায় কি না তা খতিয়ে দেখবেন৷ বলেন, ‘‘সিবিআই এই মুহূর্তে কোনও তদন্তকারী সংস্থা নয়, বিজেপির নিয়ন্ত্রিত এক সংস্থায় পরিণত হয়েছে৷ সিবিআই স্বাধীনভাবে কাজ করছে না, বিজেপির দলীয় দপ্তর থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷’ দলীয় সভামঞ্চে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল৷
[‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.