Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কারা সুবিধা পাবেন?

ধনধান্য স্টেডিয়াম থেকে যোগ্যশ্রী প্রকল্পেরও সূচনা করেন তিনি।

Beneficiaries of student internship scheme announced by Mamata Banerjee । Sangbad Pratidin

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

Published by: Sayani Sen
  • Posted:January 8, 2024 1:13 pm
  • Updated:January 8, 2024 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ুয়া সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এবং  যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে  হাতেকলমে সরকারি দপ্তরের কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা পাবেন মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ডও পাবেন।

ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে সোমবার স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করেন মুখ্যমন্ত্রী। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতেকলমে শেখা যাবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা।”

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]

এদিন যোগ্যশ্রী প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। মমতা বলেন, “আজ একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম তফসিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। এর নাম দিলাম ‘যোগ্যশ্রী’। আগেও করেছি, ২ হাজার ২৫৪ জন ট্রেনিং নিয়ে কোর্সে সুযোগ পেয়েছে। জেলায়-জেলায় পঞ্চাশ সেন্টার চালু হয়েছে। চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ৪৬ সেন্টার করা হচ্ছে।” উল্লেখ্য, ছাত্রছাত্রীদের জন্য এর আগেও ‘কন্যাশ্রী’, ‘সবুজসাথী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ডে’র মতো একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement