স্টাফ রিপোর্টার: জমিয়ে ঠাণ্ডা পড়লে সকালে উঠে এক টুকরো কেক মুখে দিতেই হয়। সঙ্গে কফি। দুপুর গড়ালে কমলালেবু। বিকেলে চিড়িয়াখানা। কনকনে ঠাণ্ডায় জমা কলকাতায় এখন বড়দিনের উৎসব। ক্রিসমাস ট্রি, আলোর ঝলকানিতে সাজছে পার্ক স্ট্রিট। ক্যারোলে গলা মেলাতে তৈরি হচ্ছে শহর। আজ, মঙ্গলবার পার্ক স্ট্রিট, বো ব্যারাক, ক্যাথিড্রাল চার্চ-সহ শহরের একাধিক জায়গায় যিশুর জন্মের সেই মুহূর্তকে ঘিরে বড়দিনের সাজে মেতে উঠবে কলকাতা। রাত গড়ালেই তাতে মিশবে লাল-নিল স্বপ্নের জাল। নেশাতুর সেই স্বপ্ন গায়ে মেখে রাতভর হুল্লোড়ে মাততে পা বাড়াবে কলকাতার যৌবন।
আজ রাত ফুরোলেই বড়দিন। সেই উৎসবে মেতে ওঠার পালা শুরু। শুধু বড়দিন নয়, সামনেই বর্ষ বরণের প্রস্তুতি। সেই সময় থেকে শৈত্যপ্রবাহ হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে শীত যত বাড়বে, বড়দিন এবং নতুন বছরকে স্বাগত জানাতে তত বেশি উষ্ণতা নিয়ে তৈরি হবে শহর কলকাতা। বড়দিনে প্রতিবারের মতোই বিকেল চারটে থেকে বন্ধ থাকবে পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল। ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ককে ঘিরে উৎসব শুরু হয়েছে। নানা ধরনের খাবার, সঙ্গে কেক-কফিতে জমে উঠেছে। তবে এই পর্বেই নিরাপত্তা আঁটসাট করতে কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। কারণ এই দিনগুলিতেই নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতেই বিশেষ কম্যান্ডো বাহিনী নামাচ্ছে কলকাতা পুলিশ। নামাচ্ছে লেডি কমব্যাট ফোর্স। মহিলা নিরাপত্তা শুধু নয়, জঙ্গি দমনেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কমব্যাট ফোর্স।
ইতিমধ্যে লালবাজারের তরফে জানানো হয়েছে, পার্ক স্ট্রিট, নিউমার্কেট-সহ শহরের বেশ কিছু এলাকার উপর শুরু হচ্ছে কড়া পুলিশি নজরদারি। গভীর রাতে যান চলাচল শুরু হলেও পার্ক স্ট্রিটে ওয়ান ওয়ে থাকবে। যাতে মদ্যপ অবস্থায় কেউ কোনও গোলমাল করতে না পারে, তার জন্য বড়দিনে রাত ১২টা থেকে ভোর তিনটে পর্যন্ত চলবে পুলিশের ব্লক রেইড। ডিসি সাউথের নির্দেশে বিশেষ বাহিনী ক্রিসমাসের আগের রাত থেকে সেন্ট পলস ক্যাথিড্রালের নিরাপত্তার উপর নজর রাখবে।
পুরো পার্ক স্ট্রিটকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকছেন পাঁচজন ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। শহরের মোট ৭টি জায়গায় হবে বিশেষ নাকা চেকিং। পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন অঞ্চলে থাকছে কুড়িটি অতিরিক্ত সিসিটিভি, পুলিশের বজ্র, অতিরিক্ত টহলদার বাইক, নাইট বাইনোকুলার নিয়ে বিশেষ বাহিনী, তিনটি হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াড। নদীপথে নজরদারি বাড়ানোর জন্য তৈরি থাকছে রিভার ট্রাফিক পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ৬টি টিম। তৈরি থাকছে পুলিশের অ্যাম্বুল্যান্স, সাধারণ মানুষকে সাহায্যের জন্য থাকছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। শহরজুড়ে থাকছে মোট ৯১টি পুলিশ পিকেট, স্পেশাল কুইক রেসপন্স টিম, নজরদারির জন্য থাকছে ১১টি ওয়াচ টাওয়ার। শহরের প্রত্যেকটি পাঁচতারা হোটেল ক্লাব নাইট ক্লাব ও পানশালার ওপর থাকছে বিশেষ নজরদারি।
মোট পাঁচ হাজার অতিরিক্ত পুলিশ বড়দিনের নিরাপত্তায় শহরে নামছে। শহরের যাতে কোন যানজট না হয়, তার জন্য বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে রাস্তায় থাকছে ট্রাফিক পুলিশ। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের উপর থাকছে পুলিশের বিশেষ নজর। মৌলালি থেকে মল্লিকবাজার পর্যন্ত ক্রমাগত হেঁটে টহল দেবেন পুলিশকর্মীরা। শ্লীলতাহানি ও ইভটিজিং রুখতে রাস্তায় সারাক্ষণ থাকছে উইনার্স ও নারীর সুরক্ষায় তৈরি কলকাতা পুলিশের নতুন বাহিনী। ২৬ ডিসেম্বর ভোররাত পর্যন্ত শহরে মোতায়েন থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
এই মুহূর্তে আবহাওয়ার দিকে যদি আমরা একটু নজর দিই, দেখব গত কয়েক বছর এমন ঠাণ্ডা কলকাতায় পড়েনি। যদিও আজ, আগামিকাল অর্থাৎ বড়দিনের পাশাপাশি তার পর দিনও সেই কনকনে ঠাণ্ডার প্রবাহে কিছুটা হলেও ছেদ পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন। ফলে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পাবে। এর মধ্যে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তার জন্য মেঘের আনাগানো আরও বাড়বে এই দু’দিনে। যে পরিস্থিতি বড়দিন এবং তার পর দিন পর্যন্ত চলতে পারে বলে আপাতত জানানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.