আলাপন সাহা এবং নব্যেন্দু হাজরা: মাস্ক না পরলে ওঠা যাবে না মেট্রোয় (Kolkata Metro)। রাজ্যে তৃতীয় ঢেউয়ের শুরু থেকেই লাগাতার এই প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কখনও রুপোলি পর্দার পরিচিত মুখেরা যাত্রীদের সতর্ক করছেন তো কখনও ময়দানের কুশীলবরা চালাচ্ছেন প্রচার। এবার সেই তারকা প্রচারকের তালিকায় যুক্ত হল ‘দাদা’র নাম। ‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI president Sourav Ganguly)। শুধু ‘দাদা’ নয়, প্রচারে রয়েছেন দীপ দাশগুপ্ত, ঋদ্ধিমান সাহারাও।
ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যে যাত্রীদের সচেতন করতে এর আগে একাধিক পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। তারা আরপিএফকে দিয়ে প্রতি স্টেশনে প্রচার চালিয়েছে ‘নো মাস্ক, নো মেট্রো’ কর্মসূচির। কিন্তু তাতেও মানুষের মধ্যে হুঁশ ফেরেনি। তাই আমজনতাকে সতর্ক করতে অভিনব পদক্ষেপ করেছে কলকাতা মেট্রো। ‘নো মাস্ক, না মেট্রো’র প্রচার করছেন তারকারা। শুধুমাত্র চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকারা নন, প্রচারে অংশ নিচ্ছেন ময়দানের সুপার স্টারেরা।
মাস্ক নিয়ে মেট্রোযাত্রীদের সতর্ক করছেন বাংলার একাধিক ক্রিকেটার। রয়েছেন অরুণলাল, লক্ষ্মীরতন শুক্লা, দীপ দাশগুপ্ত, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরনরাও। সেই তালিকায় নতুন সংযোজন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় রেলের অনুরোধের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মেট্রো স্টেশনে দাঁড়ালেই টিভির পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। মেট্রোয় শোনা যাচ্ছে তাঁর কণ্ঠস্বরও। বলছেন, “মনে রাখবেন, নো মাস্ক, নো মেট্রো। নিজের খেয়াল রাখুন। সতর্ক থাকুন।”
এ প্রসঙ্গে কলকাতা মেট্রো রেলের ডেপুটি চিফ অপারেশনস ম্যানেজার কৌশিক মিত্র বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সকলেই আমাদের কাছে আইকন। তাঁরা মাস্ক নিয়ে মানুষকে সতর্ক করলে স্বাভাবিকভাবেই সেটার আলাদা মূল্য থাকে। তাই ভারতীয় রেলের তরফে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বাকিদের অনুরোধ করা হয়েছিল। তাঁরা সেই অনুরোধ রেখেছেন।” ইতিপূর্বে এই প্রচারে ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার দৃশ্যও ব্যবহার করা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.