Advertisement
Advertisement

Breaking News

বড়বাজারে বিধ্বংসী আগুনের জের, আশঙ্কা যানজটের

যদিও শহরের যান চলাচল ঠিক রাখতে তৎপর ট্রাফিক পুলিশ৷

Barabazar Fire may Cause Traffic jam in City

ছবি- শুভাশিস রায়

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 4:00 am
  • Updated:February 28, 2017 4:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর জ্বলছে আগুন৷ জতুগৃহ বড়বাজার৷ নন্দরাম মার্কেটের পর এবার শতাব্দী প্রাচীন লাল বিল্ডিং৷ ফের বিধ্বংসী আগুনের গ্রাসে কলকাতার বহুতল৷ আগুন নেভাতে দমকলকর্মীদের পাশাপাশি হাত লাগিয়েছেন সাধারণ মানুষরা৷ তবে সকালেও ধোঁয়া বের হতে দেখা যায় বড়বাজারের লাল বিল্ডিং থেকে৷ এখনও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসীরা৷ বিধ্বংসী এই আগুনের জেরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে শহরের বেশ কিছু রাস্তায়৷ ফলত অফিস টাইমে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে৷

Advertisement

সোমবার রাতে আগুন লাগে বড়বাজার থানার তিন নম্বর আমড়াতলা লেনে৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩৫টি ইঞ্জিন৷ সরু ঘিঞ্জি গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের৷ বাসিন্দারা জানাচ্ছেন, বহুতলটিতে একাধিক গুদাম রয়েছে৷ তার ফলে আগুন হু হু করে ছড়িয়ে পড়ে৷ রাতভর জ্বলতে থাকে আগুন৷ এর ফলে বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দেয়৷ সকালেও বাড়ির কোনও কোনও অংশ থেকে ধোঁয়া বেরতে দেখা গিয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও৷

আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম

এদিকে অগ্নিকাণ্ডের জেরে গতকাল রাত থেকেই বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়৷ রবীন্দ্র সরণি ও ক্যানিং স্ট্রিটের একাংশের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে৷ ফলে অফিসযাত্রীদের সামান্য যানজটের মুখে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে৷ যদিও শহরের যান চলাচল ঠিক রাখতে তৎপর ট্রাফিক পুলিশ৷

ছবি- শুভাশিস রায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement