ফাইল চিত্র।
গোবিন্দ রায়: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার দুপুর ১টা ১৫মিনিট নাগাদ বার অ্যাসোসিয়েশনের দুনম্বর ঘরে যান বিচারপতি। উপস্থিত আইনজীবীদের সঙ্গে তিনি কথাও বলেন। আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “রাগ, অভিমান করে থাকবেন না। কাজে ফিরুন। কাজ করতে গেলে মাথা গরম হয়। ওটা নিয়েই চলতে হবে। নতুন বছর আসছে পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে।”
গত সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানি ছিল। অভিযোগ, সেখানেই কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়কে বিচারপতি হেনস্তা করেন। জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ পড়ার সময় ওই আইনজীবীর আচরণ বিচারপতির ভালো লাগেনি বলেই দাবি। যার জেরে ‘ক্ষুব্ধ’ বিচারপতি ওই আইনজীবীকে নিজের গাউন, বো খুলতে নির্দেশ দেন।
শেরিফকে ডেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করে ‘সিভিল প্রিজনে’ রাখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনার পরই বিকেলে বার অ্যাসোসিয়েশনের তরফে তড়িঘড়ি সাধারণ সভা ডাকা হয়। এ বিষয়ে আলোচনাও হয় সাধারণ সভায়। এর পরই সর্বসম্মতভাবে বিচারপতির এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন আইনজীবীরা।
এদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ১৭ নম্বর এজলাসে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বেশ কয়েকজন আইনজীবী অনুপস্থিত ছিলেন। মোট পাঁচটি মামলা শুনানির কথা ছিল। তিনটি মামলার আইনজীবী উপস্থিত ছিলেন। বাকি দুটি মামলার আইনজীবীরা ছিলেন না। কোনও একটি পক্ষের আইনজীবীর কথা শুনে নির্দেশ দেবেন না বলেই জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর প্রায় ২৪ মিনিট পর এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। অবশেষে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেন বিচারপতি। মিটে যায় বিবাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.