Advertisement
Advertisement

Breaking News

Justice Abhijit Gangopadhyay

‘বাংলার গর্ব’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ব্যানারে ছয়লাপ বেহালা

কী বলছে তৃণমূল?

Banners of praising Justice Abhijit Gangopadhyay at Behala | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 18, 2023 5:40 pm
  • Updated:April 18, 2023 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজলাসে বসে তাঁর একের পর এক নির্দেশ ঘিরে তোলপাড়া রাজ্য রাজনীতি। রাজনৈতিক দল-নেতা-নেত্রীরা তো বটেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে আধিকারিকরা জেরবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে। চায়ের ঠেক থেকে পাড়ার দোকান, লোকাল ট্রেন থেকে বাড়ি ফেরার অটো, প্রায় দিনই তাঁর রায় ঘিরে সরগরম। আবার আমজনতার একাংশের কাছে তিনিই সাক্ষাৎ ‘ভগবানের’ রূপ! সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার ব্যানার পড়ল বেহালায়।

ডায়মন্ড হারবার রোডে বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একাধিক ব্যানার পড়েছে। যেখানে ধন্যবাদ জানানো হয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Gangopadhyay)। তাঁকে ‘বাংলার গর্ব’ বলে উল্লেখ করা হয়েছে সেখানে। ব্যানারের সৌজন্যে বেহালার নাগরিকবৃন্দ। কী লেখা হয়েছে ব্যানারে?

Advertisement

[আরও পড়ুন: ‘মায়াবী শিল্পী মুকুল, আমি মূল্যায়ন করার কেউ নই’, মুকুল রায়ের ‘অন্তর্ধান’ নিয়ে বললেন কুণাল]

বেহালা নাগরিকবৃন্দের তরফে টাঙানো ব্যানারে বলা হয়েছে, “সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়।” বিচারপতির উদ্দেশে আরও বার্তা, “আপনাকে স্যালুট।”

 

এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যে পরিস্থিতি তৈরি করার জন্য কেউ কেউ জয়ধ্বনি দিচ্ছেন, তাঁদের নামেই পোস্টার পড়ছে। আর মনে হচ্ছে, আমিও একটু বিরোধীদের মধ্যে হিরো হই। বিরোধীদের থুতু ফেলে ডুবে মরা উচিত।”

[আরও পড়ুন: ‘পুলওয়ামা হামলার প্রাথমিক দায় মোদি এবং দোভালের’, বিস্ফোরক প্রাক্তন সেনাপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement