Advertisement
Advertisement

আজ খুলছে ব্যাঙ্ক, বিশৃঙ্খলার শঙ্কায় সতর্কবার্তা সব থানাকে

সকাল থেকেই ব্যাঙ্কের সামনে লাইন দিতে শুরু করেছেন সাধারণ মানুষ৷

Banks will open today, alert in local police stations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 8:57 am
  • Updated:November 10, 2016 11:34 am  

স্টাফ রিপোর্টার: ব্যাঙ্ক থেকে টাকা তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে আজ সকাল থেকেই শহরজুড়ে চরম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন পুলিশ ও ব্যাঙ্ককর্তারা৷ এই বিশৃঙ্খলা সামাল দিতে শহরের প্রতিটি থানার ওসিকে সতর্ক করে দিয়েছেন লালবাজারের পুলিশ আধিকারিকরা৷ এই সতর্কবার্তা অনুযায়ী সকাল থেকেই প্রতিটি ব্যাঙ্কের সামনে পুলিশি টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও কলকাতার প্রতিটি ডিভিশনে গোলমাল সামাল দিতে থাকছে অতিরিক্ত পুলিশবাহিনী৷

কেন্দ্রের নির্দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর আজ থেকেই শুরু হচ্ছে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া ও তোলার কাজ৷ সকাল হতে না হতেই বিভিন্ন ব্যাঙ্কের সামনে জমায়েত হতে শুরু করেছেন সাধারণ মানুষ৷ নোট বদলের তাড়াহুড়োতে শহরের বিভিন্ন জায়গায় গোলমাল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই৷ বুধবারই এই বিষয়ে গোলমাল দেখা দেয় রাসবিহারী মোড় এবং মহাত্মা গান্ধী রোড-কলেজ স্ট্রিটের সংযোগস্থলে৷ রাসবিহারী মোড়ে বিদ্যুতের বিল জমা নেওয়ার সময় গ্রাহকদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছিলেন না সিইএসসি কর্মীরা৷

Advertisement

পাশাপাশি মহাত্মা গান্ধী রোড এবং কলেজ স্ট্রিটের সংযোগস্থলে সিইএসসির ক্যাশ কাউণ্টারেও একই সমস্যা দেখা দিয়েছিল৷ এরই প্রতিবাদে দু’টি জায়গাতেই পথ অবরোধ করেন গ্রাহকরা৷ গোলমালের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে বুধবার লালবাজারের পুলিশকর্তাদের কাছে চিঠি দেন ১০-১২টি ব্যাঙ্কের কর্তারা৷ পাশাপাশি একই কারণে লালবাজারে চিঠি পাঠায় স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি৷ এই চিঠি পাওয়ার পরেই নিরাপত্তাজনিত জরুরি বৈঠকে বসেন লালবাজারের কর্তারা৷ বৈঠকের পরেই গোলমাল সামাল দিতে শহরের প্রতিটি থানায় সতর্কবার্তা পাঠানো হয়৷ থানার পাশাপাশি প্রতিটি ডিভিশনের রিজার্ভ ফোর্সের পুলিশকর্মীদেরও গোলমাল সামাল দিতে আজ সকাল থেকেই পথে নামানো হচ্ছে৷ সতর্ক করা হয়েছে ট্রাফিক গার্ডের ওসিদেরও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement