ক্ষীরোদ ভট্টাচার্য: বেবাক বদলে গিয়েছে খুচরোর দুনিয়া! এখন হাতে গরম ৫০০ বা ১০০ থাকলে দিলখুশ৷ উল্টোপথে আরেক বিপদ গিলছে নিত্য জীবনযাপনের সরলপথ৷ গুজবের কাঁধে সওয়ার হয়ে সেখানে কেউ দশ টাকার মুদ্রাকে ‘জাল’ বলে নিতে চাইছেন না৷ আর পাঁচ টাকার মুদ্রায় যেন আরও ভাটার টান৷ এই পরিস্থিতি সামাল দিতে আজ থেকে ব্যাঙ্কেই মিলবে পাঁচ টাকার কয়েন৷
অন্যদিকে রবিবার থেকেই এটিএমগুলিতে ৫০০ টাকার নোট চলে এসেছে৷ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও মহানগরীতে বেশকিছু এটিএম চালু ছিল৷ এটিএম থেকে কড়কড়ে নতুন পাঁচশো টাকার নোট মিলেছে৷ ফলে খানিকটা হলেও স্বস্তি মিলেছে আমজনতার মধ্যে৷ আজও অধিকাংশ এটিএম থেকে পাঁচশো টাকার নোট মিলবে বলে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে৷
পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের মধ্যেই আচমকাই গোদের উপর বিষ ফোঁড়ার মত দশ টাকার কয়েন নিয়ে কয়েকদিন ধরে বিভ্রান্তি শুরু হয়৷ অনেকেই দশ টাকার কয়েন নিতে চাইছেন না৷ বাস থেকে খুচরো বাজারের এমন সমস্যার কথা পৌঁছেছে রিজার্ভ ব্যাঙ্কেও৷ এই বিভ্রান্তি কাটাতে তাই পুরোদস্তুর প্রচারে নামছে রিজার্ভ ব্যাঙ্ক৷ পাশাপাশি এগিয়ে এসেছে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটিও৷ রিজার্ভ ব্যাঙ্ক বা স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির কর্তাদের অভিমত, পাঁচ ও দশ টাকার কয়েন নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি হয়েছে জনমানসে৷ তাই আজ থেকেই পাঁচ ও দশ টাকার কয়েন ব্যাঙ্ক খেকেই দেওয়া শুরু হবে৷
স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির পক্ষে মানস ধর বলেছেন, “২০০৮ সাল থেকে খোলা বাজারে দশ টাকার কয়েনের লেনদেন চালু হয়৷ প্রায় একইসময়ে পাঁচ টাকার কয়েনও চালু হয়৷ এতদিন দশ টাকার কয়েন নিয়ে কোনও সমস্যাই ছিল না৷ আচমকা বিভ্রান্তি দেখা দিয়েছে একশ্রেণির মানুষের মধ্যে৷ এই সমস্যা নিরসনের জন্যই এবার ব্যাঙ্কে লেনদেনের সময় ও দশ ও পাঁচ টাকার কয়েন দেওয়া হবে গ্রাহকদের৷ এতে যেমন গ্রাহকদের মধ্যে সংশয় কমবে, তেমনই খুচরো সমস্যাও অনেকটাই মিটবে” মানসবাবু বলেছেন, দশ টাকার মুদ্রা ‘জাল’ এমন কোনও তথ্য নেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে৷ তাই ব্যাঙ্কে দশ ও পাঁচ টাকার মু্দ্রা দেওয়া হলে আস্থা ফিরবে৷”
গ্রাহকদের ৫০০ টাকার নতুন নোট দেওয়ার জন্য এটিএমগুলিকে উপযোগী করার কাজ প্রায় শেষ৷ তাই নতুন ১০০-র পাশাপাশি ৫০০ টাকার নোট পাওয়া গেলে সমস্যাও কমবে বলে মনে করছেন ব্যাঙ্কের আধিকারিকরা৷ এই অবস্থার মধ্যেই কৃষকদের সুবিধার্থে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতেও নতুন নোট দেওয়ার কাজ শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ শনিবার থেকেই এই কাজ শুরু হয়েছে৷ আজও রাজ্য সমবায় ব্যাঙ্কগুলিতে নতুন নোট দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে৷ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির এক শীর্ষকর্তা বলেন, ‘‘প্রথম দফায় প্রায় ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য সমবায় ব্যাঙ্ককে৷ এই সপ্তাহে পর্যায়ক্রমে আরও টাকা দেবে রিজার্ভ ব্যাঙ্ক৷”
পরিসংখ্যান বলছে, রাজ্যে প্রায় ১৭ টি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের অধীনে ৩০০টি শাখা রয়েছে৷ এই শাখা সমবায় ব্যাঙ্কের অধীনে ৫,৩০০ টি সমবায় সমিতি রয়েছে৷ এই সমবায় সমিতি থেকেই কৃষকরা সরাসরি ঋণ পেয়ে থাকেন৷ রিজার্ভ ব্যাঙ্কের নিদের্শের ফলে সমস্যায় পড়েছেন প্রান্তিক কৃষকরা৷ সমস্যা মেটাতে গত সপ্তাহে মুখ্যসচিব রিজার্ভ ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেন৷ তারপরই রিজার্ভ ব্যাঙ্কের এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে খবর৷ এদিকে সমবায় মন্ত্রী অরূপ রায় আজ সমবায় ব্যাঙ্ক ইউনিয়নগুলির সভাপতিদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.