Advertisement
Advertisement
Bank Holidays

Bank Holidays: মার্চের শেষে টানা ৪ দিন বন্ধ ব্যাংক! এখনই সেরে নিন জরুরি কাজ

কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?

Bank Strike on 28 and 29 March | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 23, 2022 5:34 pm
  • Updated:March 23, 2022 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চ মাসে ব্যাংকে (Bank) একাধিক জরুরি কাজ থাকে আমজনতার। আর্থিক বছরের একেবারে শেষদিক বলে কথা। এমন পরিস্থিতিতে দেশজুড়ে চারদিন ব্যাংক বন্ধ থাকবে। অন্তত খবর তেমনটাই। যার জেরে ব্যাপক সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা। তাই ব্যাংকে কাজে যাওয়ার পরিকল্পনা করার আগে দেখে নিন ছুটির তালিকা।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে খবর, চলতি মাসের ২৮ এবং ২৯ তারিখ ব্যাংক বনধের (Bank Strike) ডাক দিয়েছে একাধিক কর্মী সংগঠন। এদের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে প্রতিটি ব্যাংকে নোটিস জারি করা হয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ব্যাহত হতে পারে ব্যাংক পরিষেবা। এমনকী, এটিএম পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ব্যাংকের বেসরকারিকরণের মতো কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কর্মীরা। তাই এই বনধের সিদ্ধান্ত। 

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে SIT-এর রিপোর্ট তলব, একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাই কোর্টের]

এদিকে আবার ২৬ এবং ২৭ তারিখ বন্ধ থাকবে ব্যাংক। কারণ, ২৬ তারিখ চতুর্থ শনিবার। আর ২৭ তারিখ রবিবার। তাই পর পর চারদিন ব্যাংক বন্ধ থাকায় পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বনধ ডাকা হলেও পরিষেবা চালু রাখতে বদ্ধপরিকর এসবিআই। কীভাবে সচল রাখা হবে পরিষেবা ইতিমধ্যে সেই পরিকল্পনাও করা হয়ে গিয়েছে। এপ্রসঙ্গে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, পরিষেবা পেতে যাতে সাধারণ গ্রাহকের অসুবিধা না হয়, তার জন্য সমস্তরকম পদক্ষেপ করবে ব্যাংক।

উল্লেখ্য, এপ্রিল মাসে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। বিভিন্ন রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান মেনে ছুটির তালিকা তৈরি করে ব্যাংকগুলি। এপ্রিলেই রয়েছে পয়লা বৈশাখ, আম্বেদকর জয়ন্তীর মতো উৎসব। 

[আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড রামপুরহাটের গোয়েন্দা আধিকারিক ও ১২ সিভিক ভলান্টিয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement