সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁতের শাড়ি বাংলার ঐতিহ্য৷ বাংলার তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারের উদ্যোগ চোখে পড়েছে৷ সেইমতো এবারও বসছে ‘বাংলার তাঁতের হাট’৷ তবে এবার পুজোর আগেই হতে চলেছে বাংলার তাঁতের শাড়ির এই বিরাট প্রদর্শনী৷
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্পীরা অংশ নেন এই মেলায়৷ শহর ও গ্রামের এ একরকম মেলবন্ধন বলা যায়৷ একদিকে গ্রাম ও মফস্বলের তাঁত শিল্পীরা বড় মঞ্চে তাঁদের কাজের প্রদর্শনের সুযোগ পান৷ অন্যদিকে, শহরের মানুষরাও হাতের নাগালে পেয়ে যান বাংলার তাঁতের শাড়ির বিপুল বৈচিত্রময় সম্ভার৷ফলে বিপণনের পথটিও যাবে খুলে৷ প্রথম বছরই তাই শহরের মন জয় করেছিল ‘বাংলার তাঁতের হাট’৷ সরকার আশাবাদী, এবার পুজোর আগেই এই মেলার আয়োজন করতে পারলে আখেরে লাভ হবে বাংলার তাঁত শিল্পেরই৷ পুজোর কেনাকাটায় বাঙালির ব্যাগ ভরে উঠতে পারে তাঁতের শাড়ি-পোশাকে৷
দুর্গা পুজোয় ট্র্যাডিশনাল লুক বাঙালিদের অন্যতম পছন্দ৷ আর সেই পছন্দের তালিকার শুরুতেই রয়েছে তাঁতের শাড়ি৷ তাই পুজোর আগে এরকম একটি প্রদর্শনী বাঙালির পুজোর বাজারের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে৷
তবে কেবল শাড়ি-সালোয়ার নয়, পুরুষদের জন্যও রয়েছে তাঁতের ধুতি, কুর্তা-সহ নানা ধরনের পোশাক৷ পুজোর আগে এই তাঁতের হাট বেশ সাড়া ফেলবে বলেই আশাবাদী তাঁত শিল্পীরা৷ মিলন মেলা প্রাঙ্গণে ‘বাংলার তাঁতের হাট’ শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.