Advertisement
Advertisement
সিদ্দিকুল্লা চৌধুরি

সিদ্দিকুল্লা চৌধুরিকে ভিসা দিল না বাংলাদেশ সরকার, ক্ষুব্ধ মন্ত্রী

একাধিক কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ যাওয়ার কথা ছিল মন্ত্রীর।

Bangladesh consulate refused to issue visa to Minister Siddiqullah Chowdhury
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 25, 2019 5:49 pm
  • Updated:December 25, 2019 5:51 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিকে(Siddiqullah Chowdhury) ভিসা দিল না বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার বিমানে বাংলাদেশ যাওয়ার কথা ছিল মন্ত্রী তথা জামিয়াত উলেমা হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরির। মন্ত্রীর কথায়, নিয়ম মেনে ভিসার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ভিসা দেয়নি বাংলাদেশ কনস্যুলেট। এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী।

জানা গিয়েছে, সিলেটের একটি মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সিদ্দিকুল্লা চৌধুরিকে। এছাড়াও কিছুদিন আগেই বাংলাদেশে মন্ত্রীর এক আত্মীয়ের প্রয়াণ হয়েছে, এক নিকট আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সিদ্দিকুল্লা চৌধুরির। সেই কারণেই ভিসার আবেদন জানান মন্ত্রী। কিন্তু বুধবার মন্ত্রীর দপ্তরের আমলারা কলকাতার বাংলাদেশ কনস্যুলেটে গেলে তাঁদের জানিয়ে দেওয়া হয় যে, মন্ত্রীর ভিসা দিতে পারছেন না তাঁরা। সেখান থেকে ফিরে আসেন আধিকারিকরা। পুনরায় বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে ফের একই কথা জানানো হয়। কিন্তু কী কারণে ভিসা বাতিল করা হল তা স্পষ্টভাবে জানানো হয়নি বলেই অভিযোগ মন্ত্রীর।

Advertisement

[আরও পড়ুন: CAA’র প্রচারে ‘কোমলগান্ধার’, বিবৃতি জারি করে আপত্তি তুলল ঋত্বিক ঘটকের পরিবার]

তবে বাংলাদেশ কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, “মন্ত্রীকে আটকে দেওয়ার জন্য একাজ করা হয়নি। সিদ্দিকুল্লা চৌধুরি বুধবার ভিসার আবেদন করে হাতে হাতে সব কিছু চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয়।” সেইসঙ্গে তাঁরা জানান, সিদ্দিকুল্লা চৌধুরি মন্ত্রী হিসেবে সরকারি পাসপোর্ট বানাননি। ফলে তাঁকে সাধারণ নাগরিকদের মতোই ভিসা আবেদন করতে হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে তা অনুমোদন হয়ে আসতে দু থেকে তিনদিন সময় লাগে। এই কারণেই বুধবার ভিসা দেওয়া যায়নি। এদিনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement