Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘৯৯% পয়লা বৈশাখের পক্ষে’, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিধানসভায় পাশ ‘বাংলা দিবস’ প্রস্তাব

১৬৭-৬২ ভোটে বিলটি পাশ হয়েছে।

Proposal on Bangla Divas on Poila Baisakh passed in WB Assembly after CM says that 99 % support for the day | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 7, 2023 2:28 pm
  • Updated:September 7, 2023 6:07 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ৯৯ শতাংশ জনমতই পয়লা বৈশাখ দিনটিতে ‘বাংলা দিবস’ পালনের পক্ষে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বিধানসভায় বক্তব্য রাখার পরই প্রস্তাব পাশ বলে ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন ১৬৭-৬২ ভোটে প্রস্তাব পাশ হয়ে যায়। একজন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ পয়লা বৈশাখ ‘বাংলা দিবস’ পালিত হবে বলে প্রস্তাব পাশ হয়। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দৃঢ়সংকল্প যে পয়লা বৈশাখ দিনটিতে ‘বাংলা দিবস’ (Bangla Divas) পালনের প্রস্তাব রাজ্য সরকারের তরফে রাজ্যপালের কাছে পাঠানো হলে যাতে সই না করা হয়, তার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাবেন বিরোধীরা। নিজের বক্তব্য এই প্রসঙ্গটি উল্লেখ করে মুখ্যমন্ত্রীরও পালটা হুঁশিয়ারি, ”রাজ্যপাল সই না করলেও আমরা ওই দিনটিতেই বাংলা দিবস হিসেবে পালন করব।” এনিয়ে দীর্ঘ ইতিহাসের কথাও বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”১৯৪৭ সালের ২০ জুন বাংলায় রাজ্যই প্রতিষ্ঠা হয়নি। কোনও মর্যাদাকর ঘটনা ঘটেনি। অনেক পুরনো রাজ্য বাংলা। ব্রিটিশরা যাওয়ার আগে দুটো ভাগে ভেঙে দিয়ে যায়। লক্ষ বাঙালি ধ্বংস হয়ে গিয়েছিল। মূল পশ্চিমবঙ্গ তৈরি হয় ১৫ আগস্ট। পরে আরও অংশ জুড়েছে। আমাদের কাছে অনেক পরামর্শ এসেছিল। ইমাম, রাজবংশী, তপশিলি, হিন্দি, উর্দুভাষী, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাব এসেছিল। অনেক পরামর্শ এসেছে। রাখির দিনের কথা বলেছেন কেউ কেউ। হিন্দু মহাসভাও এসেছিল। ৯৯% লোক বলেছে, পয়লা বৈশাখ দিনটিই পালিত হোক।”

Advertisement

[আরও পড়ুন: যাত্রাপথে সেলফি ভারতের সৌরযান আদিত্যর, ক্যামেরাবন্দি পৃথিবী ও চাঁদের ছবিও]

তিনি আরও বলেন, কিন্তু এমন একটা দিন করা উচিত যেই দিনটা বাংলার সঙ্গে লেগে আছে। তাঁর কথায়,  ”বাংলার ক্যালেন্ডারের প্রথম দিন ১ বৈশাখ। বাঙালি শুভ কাজের সূচনা করে এই দিন। সেই দিনটা আমরা বাংলা রাজ্যের প্রতিষ্ঠার দিবস করতে চাই। আর ‘বাংলার মাটি বাংলা জল’কে ‘রাজ্য সংগীত’ করতে চাই। একটা রাজনৈতিক দল আছে, তাঁরা আগেই বলে গেলেন যে তাঁরা রাজভবন যাবেন। যাতে সই না করেন। না করতে পারেন। কিন্তু জোর করে চাপিয়ে দেবেন না। কে সমর্থন করল, না করল কিছু যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে, ১ বৈশাখ আমরা রাজ্য দিবস পালন করব। আর ওই গানটিকে আমরা রাজ্য গান করব। বাংলার জয়গান গাও। মাটির জয়গান গাও।” 

[আরও পড়ুন: রাজ্যপালকে সই করতে দেব না, বাংলা দিবসের পরিণতি হবে ‘বাংলা’ নামের মতোই, হুঁশিয়ারি শুভেন্দুর]

এরই মধ্যে আবার  আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি বাংলা দিবস হিসেবে ১৬ অক্টোবর দিনটির প্রস্তাব করেন। কিন্তু তা প্রত্যাখ্য়ান করা হয়। এরপর নওশাদ আর ভোটপ্রক্রিয়ায় অংশ নেননি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement