সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম নয়, ব্যালট চাই৷ লোকসভা ভোট পরবর্তী প্রথম একুশে জুলাই এই স্লোগানকে সামনে রেখেই উদযাপিত হচ্ছে৷ আর শ্রাবণ দুপুরে ভরা রোদে শহিদ সমাবেশে সেই স্লোগানেই শান দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করে দিলেন, রাজ্যস্তরের সমস্ত নির্বাচন ব্যালটে করবে রাজ্য নির্বাচন কমিশন৷ এভাবেই বাংলা ইভিএমের বিরুদ্ধে গিয়ে ব্যালট এনে দেশকে পথ দেখাবে৷
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সংগঠনের তেমন কোনও শক্তি ছাড়াই এরাজ্যে অভাবনীয় ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি৷ ৪২-এর মধ্যে ১৮টি আসনেই জিতেছে৷ তাতে রাজ্যের শাসকদল স্বভাবতই কিছুটা চাপে পড়েছে৷ উনিশের ভোট তাই ‘হিস্ট্রি’ নয়, ‘মিস্ট্রি’ – এই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো৷ কোথাও কোথাও ইভিএম কারচুপির অভিযোগও উঠেছে৷ সেই কারচুপির অভিযোগে একযোগে সরব হয়েছে বিভিন্ন আঞ্চলিক দল৷ তারপরই রাজ্যের শাসকদল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিয়েছিলেন, এবছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ হবে ইভিএম নয়, ব্যালট ফেরাতে হবে – এই লক্ষ্যকে সামনে রেখে৷ সেইমত সর্বস্তরেই প্রস্তুতি চলেছে৷
২১ জুলাইয়ে ধর্মতলায় যুব তৃণমূলের শহিদ সমাবেশ থেকে দলের একাধিক নেতা অভিযোগ তুলেছিলেন, ইভিএমে ভোট হলে, বিজেপির জয় হচ্ছে৷ আর ব্যালটে ভোটের ফলাফলে তারা ধরাশায়ী৷ এনিয়ে কর্ণাটক, মুম্বই-সহ একাধিক জায়গার পুরভোটে বিজেপির শোচনীয় ফলাফলের কথা উল্লেখ করেছেন৷ আর তাকে সামনে রেখেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছেন, ইভিএম কারচুপি করার মাধ্যমেই বিজেপি সমস্ত ভোট জিতছেন৷
আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করে দিলেন, ইভিএম বাতিল করে ব্যালট ফিরিয়ে আনতে পথ দেখাবে বাংলা৷ রাজ্য নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত ভোট হবে যেমন পঞ্চায়েত, পুরসভা নির্বাচন ব্যালটেই হবে৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশগুলিতে কেন ব্যালটে ভোট হয়? আমরাও ব্যালট ফিরিয়ে আনব৷ নিজেদের স্থানীয় প্রশাসনের ভোটে ইভিএম ব্যবহার করব না, ব্যালট ফিরিয়ে আনব৷ আমরাই দেশকে পথ দেখাব৷’ তাঁর এই সুরেই এবছরের ধর্মতলার শহিদ সমাবেশ মুখর হয়ে উঠল ব্যালটের দাবিতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.