Advertisement
Advertisement

Breaking News

ED

বিদেশ যেতে পারবেন বাকিবুর, শর্তসাপেক্ষে অনুমতি দিল ইডির বিশেষ আদালত

রেশন দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছিলেন জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তবে তাঁর বিদেশযাত্রা নিয়ে টানাপোড়েন চলছিল।

Bakibur Rahman allowed to go Dubai for 10 days by ED Special court
Published by: Sucheta Sengupta
  • Posted:November 22, 2024 8:41 pm
  • Updated:November 22, 2024 9:21 pm  

অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলায় জামিনের পর এবার বিদেশযাত্রার অনুমতি পেলেন ব্যবসায়ী বাকিবুর রহমান। শুক্রবার তাঁকে শর্তসাপেক্ষে দুবাই যাওয়ার অনুমতি দিল ইডির বিশেষ আদালত। দশদিনের জন্য তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জামিনের শর্ত মেনে বিদেশ থেকে ফিরে ফের পাসপোর্ট জমা রাখতে হবে বলে জানিয়েছে ইডির বিশেষ আদালত। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ২৫ নভেম্বর বাকিবুর দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন। ৫ ডিসেম্বরের মধ্যে ফিরতে বলা হয়েছে তাঁকে।

চলতি বছরের আগস্ট মাসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান জামিন পান রেশন দুর্নীতি মামলায়। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে পাসপোর্ট জমা রাখতে হয় ইডির কাছে। পরে তিনি আদালতে আবেদন করেছিলেন, তাঁর পরিবার এখন দুবাইয়ে থাকেন। তাই তাঁদের সঙ্গে দেখা করতে চান। ইডির বিশেষ আদালতে এই মর্মে বিদেশযাত্রার অনুমতি চেয়েছিলেন বাকিবুর। তাতে আপত্তির কথা জানিয়েছিল ইডি। আশঙ্কা ছিল, বিদেশে নিয়ে নিজের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন এই ব্যবসায়ী। বিশেষত যেখানে তার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে দুবাই যোগ পেয়েছিলেন তদন্তকারীরা। সেই কারণে বাকিবুরের বিদেশযাত্রায় আপত্তি জানায় কেন্দ্রীয় তদন্তকারী দল।

Advertisement

তবে রেসিডেন্সিয়ার ভিসার পুনর্নবীকরণ ও ব্যবসার কাজে দুবাই যেতে চেয়ে ফের আবেদন জানান বাকিবুর। শুক্রবার অবশেষে ইডির বিশেষ আদালত তার অনুমতি দিয়েছে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, ২৫ নভেম্বর দুবাই যাওয়ার আগে তদন্তকারী অফিসারের কাছে যোগাযোগের নম্বর দিতে হবে বাকিবুরকে। ৫ ডিসেম্বর ফেরার পরই ইডিকে পাসপোর্ট জমা দিতে হবে। এই শর্ত মেনে নিয়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে জামিন পাওয়া ব্যবসায়ী।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement