অর্ণব আইচ: খারিজ জামিনের আবেদন। জেলেই থাকতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি’র বিশেষ আদালত পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠে’র জামিনের আরজি খারিজ করে দেয়।
প্রায় ন’মাসেরও বেশি সময় পর গত সোমবার সশরীরে আদালতে হাজিরা দেন অর্পিতা। তাঁর উপস্থিতিতে আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। আর অর্পিতা মুখোপাধ্যায় কেবলমাত্র পরিস্থিতির শিকার। তিনি একেবারেই নির্দোষ। এই মর্মে জামিনের আবেদন করা হয়। প্রথম থেকে জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি।
বুধবার আদালত ইডি’র পক্ষেই সায় দেয়। অর্পিতার জামিনের আরজি খারিজ হয়ে যায়। আদালতের তরফে জানানো হয়, প্রত্যক্ষ অথবা পরোক্ষ – যেকোনওভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্পিতা। তিনি দাবি করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ টাকা, গয়নগাটি কিছুই তাঁর নয়। কিন্তু তা হতে পারে না। কারণ, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা। তাই শুধুমাত্র একজন মহিলা বলে অর্পিতা ছাড় পেতে পারেন না। এরপরই তাঁর জামিনের আরজি খারিজ করে দেয় ইডি’র বিশেষ আদালত। আগামী ১৯ জুন ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.