Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘ইউসুফ পাঠানের নাম শুনে মাথা ঘুরে গিয়েছে, ঘুম উড়েছে’, অধীরকে খোঁচা সুখেন্দুশেখরের

বাংলায় কেন ভেস্তে গেল INDIA জোট? ব্যাখ্যা দিল তৃণমূল।

Baharampur Lok Sabha Election 2024 News: Sukhendu Sekhar Roy taunts Adhir Ranjan Chowdhury
Published by: Sucheta Sengupta
  • Posted:March 11, 2024 1:57 pm
  • Updated:March 11, 2024 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা নিভতে নিভতে নিভেই গেল একেবারে। বাংলায় INDIA জোট ভেস্তে গিয়েছে। রবিবার ব্রিগেড (Brigade) সমাবেশ থেকে তৃণমূল রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করায় এনিয়ে আর কোনও অনিশ্চয়তাই নেই। এ নিয়ে রবিবারই কংগ্রেসের তোপে পড়তে হয়েছিল ঘাসফুল শিবিরকে। সোমবার তারই জবাব দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে জোট ভেস্তে যাওয়ার কারণ হিসেবে কংগ্রেসকেই কার্যত তুলোধোনা করলেন। অধীর চৌধুরীর নাম করে তাঁর কটাক্ষ, ”আসলে ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম শুনে মাথা ঘুরে গিয়েছে, রাতে আর ঘুম নেই। তাই এসব বলছেন।”

চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে অ-বিজেপি দলগুলি একত্রে INDIA জোট গড়েছিল। যার মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের মূল মন্ত্রও বেঁধে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, সেখানকার লড়াইয়ে তাঁদেরই অগ্রাধিকার দিতে হবে। সেই হিসেবমতো এ রাজ্যে কংগ্রেসকে ২ থেকে ৩ টি আসন ছাড়তে রাজি ছিল তৃণমূল। যার মধ্যে একটি ছিল অধীরগড় – বহরমপুর (Baharampur)। জাতীয় স্তরে কংগ্রেস নেতাদের হাজার আলাপ-আলোচনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। যদিও কংগ্রেস এতে সন্তুষ্ট ছিল না। ফলে আসন সমঝোতা নিয়ে টালবাহানায় শেষমেশ জোটই গিয়েছে ভেস্তে। এনিয়ে রবিবারই কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ আক্ষেপ করেছিলেন, অপেক্ষা না করে একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল!

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য তফসিলি ভোট, মন জয়ের কৌশল বাছতে মঙ্গলে বৈঠক অভিষেকের]

এনিয়ে সোমবার তৃণমূল ভবন থেকে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) জোট ভেস্তে যাওয়ার জন্য কংগ্রেসকেই দুষলেন। তাঁর অভিযোগ, ”একদিকে INDIA জোটের কথা বলবে, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেওয়ার কথা বলবে। আবার অধীর চৌধুরীর মতো নেতারা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন, সমালোচনা করবেন, এ তো হতে পারে না।” এর পর তাঁর আরও খোঁচা, ”আসলে ইউসুফ পাঠানের নাম শুনে মাথা ঘুরে গিয়েছে, রাতে আর ঘুম নেই।” উল্লেখ্য, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। এই আসনে অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) প্রার্থী হওয়াও নিশ্চিত। লড়াই এখানে হাড্ডাহাড্ডি, বলাই বাহুল্য।

[আরও পড়ুন: মুখ পোড়ার ভয়? ব্রিগেডে পালটা সভা চায় না বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement