প্রতীকী ছবি।
অর্ণব আইচ: ফের কলকাতায় টাকা লুট! এবার পার্ক স্ট্রিটের প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চম্পট ২ দুষ্কৃতীর। তারাও হেলমেট পরিহিত ছিল বলে খবর। তবে লুটপাট নাকি তোলাবাজি, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।
পার্ক স্ট্রিট সংলগ্ন রফিক কিদবাই রোডে প্রযোজনা সংস্থার অফিস রয়েছে। মঙ্গলরাত রাত সাড়ে নটা নাগাদ ওই অফিসে চড়াও হয় ২ দুষ্কৃতী। প্রত্যেকের মুখ হেলমেটে ঢাকা ছিল। অফিসের একটি ঘরে ঢুকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, বিল্ডিং থেকে বেরিয়ে একজন পার্ক স্ট্রিটের দিকে অন্যজন নিউ মার্কেটের দিক ছুট মারেন। স্থানীয়রা পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি।
পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ঠিক কত টাকা খোয়া গিয়েছে তা স্পষ্ট নয়। প্রযোজনা সংস্থা থেকে কখনও বলা হচ্ছে, ৩ লক্ষ টাকা লুট হয়েছে। কেউ বলছেন, ব্যাগে ৭ লক্ষ টাকা ছিল। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তকারীদের একাংশের দাবি, এটা তোলাবাজির ঘটনাও হতে পারে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
তবে সম্প্রতি কলকাতা শহরে হেলমেট পরিহিত গ্যাংয়ের দৌরাত্ম বেড়েছে। ইতিপূর্বে পার্ক সার্কাস এবং রাজা বাজার চত্বরে বাইকে চেপে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করা হয়েছে। একবার নামী বিপণি সংস্থার টাকা লুট হয়। পরেরবার টার্গেট হন ছাগল ব্যবসায়ী। এবার প্রযোজনা সংস্থায় ঢুকে ব্যাগভর্তি টাকা লুট হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.