সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি উপেক্ষা করে কাতারে কাতারে মানুষের ঢল। সব পথ মিশেছে ধর্মতলায়। কিন্তু নিরাপত্তার বালাই নেই। শহিদ দিবসের নামে হাজার হাজার মানুষকে শহিদ হওয়ার পথে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার। এমনই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশের জন্য হাজার হাজার মানুষ বাস-লরির মাথায় চেপে ধর্মতলায় আসছেন। টুইটারে সেই ভিডিও পোস্ট করতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই দৃশ্য দেখার পরও রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তাদেরও একহাত নিয়েছেন বাবুল।
May u hv 25lac ppl @quizderek But is this the way 2 bring them?1000s ‘forced’ 2 risk their lives in HeavyRain&ironically for #ShahidDiwas?👎🏿 pic.twitter.com/11goqflE5N
— Babul Supriyo (@SuPriyoBabul) July 21, 2017
শুক্রবার হাজারে হাজারে মানুষ বাংলার দূর-দূরান্ত থেকে ধর্মতলায় সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। অধিকাংশই বাস-লরির মাথায় বসে এসেছেন। অনেকেই রাজ্য সরকারের পথনিরাপত্তার স্লোগান ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর তোয়াক্কা না করে বিনা হেলমেটে বাইকে চেপে সভাস্থলে এসেছেন। এইসব নিয়েই টুইটারে প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশ-প্রশাসন কী করছে? হাজারে হাজারে মানুষ শহিদ দিবসের নামে এইভাবে শহরে আসছেন, এতো শহিদ হওয়ার উপক্রম। এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধোনা করেছেন বাবুল। রাস্তার পাশে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় কেন পুলিশ, সওয়াল করেছেন বাবুল। অন্যদিকে, হেলমেট ছাড়া বাইক চালানো গোটা রাজ্যে আইনত দণ্ডনীয় অপরাধ। এমনকী বিনা হেলমেটে বাইক আরোহীদের পেট্রল পাম্পে জ্বালানি দেওয়াও বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই নির্দেশ পরোয়া করছে কে? সেই ছবিই ধরা পড়ল এদিন শহরের রাজপথে।
সারবত্তা হল, নির্দেশই সার। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন আসানসোলের সাংসদ। কিন্তু তাতেই বিতর্ক তৈরি হয়েছে। এমন দৃশ্য যে শহরের রাস্তায় একেবারে দুর্লভ এমনটা কিন্তু নয়। তাহলে আচমকা এদিনই কেন এমন ভিডিও টুইট করলেন বাবুল, প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।
বিতর্ক বরাবরই বাবুলের সহচর। তা এর আগেও তাঁর কিছু কাজকর্মে প্রমাণ মিলেছে। কিছুদিন আগেই বসিরহাটে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা টুইট করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বাবুল। কিন্তু সেদিন টুইট করে সমস্ত সংবাদমাধ্যমকে কটাক্ষ করে রাজ্যে অশান্তির খবরে মনোযোগ দেওয়ার জন্য সওয়াল করেছিলেন। তাতে বিতর্কের জল বহুদূর গড়ায়। এবারও সেই পথে হাঁটলেন বাবুল, এমনটাই মত রাজনৈতিক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.