Advertisement
Advertisement
Babul Supriyo

মন্ত্রীর কাছে গান শোনার আবদার স্পিকারের, বিধানসভায় রবীন্দ্র সংগীত গাইলেন বাবুল

কী গান গাইলেন রাজ্যের মন্ত্রী?

Babul Supriyo Sang song in Vidhan Sabha | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 26, 2023 1:33 pm
  • Updated:July 26, 2023 4:04 pm  

নব্যেন্দু হাজরা: রাজনৈতিক আকচাআকচি। বিল নিয়ে বিতর্ক। অভিযোগ, পালটা অভিযোগে সরগরম থাকে বিধানসভা। বুধবারও বিজেপির ওয়াকআউট ঘিরে উত্তাল হয়েছিল বিধানসভা। অথচ এদিনই অন্য এক ছবির সাক্ষী থাকল বিধানসভা। বিধায়ক বাবুল সুপ্রিয়র কাছে গান শুনতে চাইলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের আবদার রেখে রবীন্দ্র সংগীত শোনালেন বাবুল।

এদিন বিধানসভায় পর্যটন নিয়ে আলোচনা হয় বিধানসভায়। সেই আলোচনা শেষে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে গান শুনতে চেয়েছিলেন স্পিকার। সকলের উদ্দেশে বলেছিলেন, এরপর বাবুল একটি রবীন্দ্র সংগীত শোনাবেন। তিনি আবদার রেখে রাজ্যের মন্ত্রী গেয়ে শোনান, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’। এরপর কারগিল দিবসে শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী। শত তর্ক-বিতর্কের মাঝে মন্ত্রীর গানে বিধানসভার উত্তপ্ত পরিবেশটা কিছুটা হলেও এদিন হালকা হয়ে যায়।  

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় গৃহীত হল মোদি সরকারের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব]

প্রসঙ্গত, এদিন বিধানসভায় রাজ্য মহিলা নির্যাতন নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিধানসভার বাইরে থেকে বিজেপি বিধায়করা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের কথায়, “বাংলায় নারীরা সুরক্ষিত নেই। ধর্ষণ-খুনের ঘটনা ঘটছে, না নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না। কিন্তু মণিপুরের জন্য কাঁদছেন।” এদিকে ভাঙড় নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছেন নওশাদ সিদ্দিকি।  

[আরও পড়ুন: মণিপুর ইস্যুতে সরগরম রাজধানী, মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement