Advertisement
Advertisement

Breaking News

Babita Sarkar

উত্তরপত্র ও মেধাতালিকা প্রকাশের আরজি, ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ববিতা সরকার

শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।

Babita Sarkar appeals at Calcutta HC to publish merit list of SSC । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 6, 2023 3:34 pm
  • Updated:July 6, 2023 3:34 pm  

গোবিন্দ রায়: ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ববিতা সরকার। আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করলেন চাকরিহারা স্কুলশিক্ষিকা। আগামিকাল অর্থাৎ শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।

গত বছরের জুলাই মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার শিক্ষিকা হিসেবে নিয়োগ বেআইনি বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। তাঁর বক্তব্য ছিল, ওই চাকরির যোগ্য দাবিদার তিনিই, মন্ত্রীকন্যা ক্ষমতা দেখিয়ে তা দখল করেছেন। উচ্চ আদালতে ববিতার অভিযোগ প্রমাণের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি খারিজ হয় অঙ্কিতার। সেই জায়গায় চাকরি পান ববিতা। শুধু তাই নয়, অঙ্কিতার ৪৩ মাসের বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। সেই টাকা ববিতাকে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ফেটেছে কপাল, মার্কিন মুলুকে শুটিং করতে গিয়ে রক্তাক্ত ঋতাভরী চক্রবর্তী!]

ববিতা চাকরি পাওয়ার কয়েকমাস পর তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ওই পদের অন্যতম দাবিদার অনামিকা রায়। তাঁর বক্তব্য ছিল, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ নয়। অথচ তিনি ৬০ শতাংশ লিখেছেন ফর্মে। তাতেই ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে গিয়েছে। হিসেবমতো ববিতার থেকে নম্বর বেশি অনামিকার। ফের শুরু হয় মামলা। যথাযথ প্রমাণের ভিত্তিতে ববিতা সরকারের সুপারিশপত্র বাতিল করে পর্ষদ। ফলে ববিতা সরকারও চাকরি হারান। সেই চাকরি পান অনামিকা রায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেন ববিতা। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তারই মাঝে ফের নতুন করে আদালতের দ্বারস্থ ববিতা সরকার। ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং বিস্তারিত মেধাতালিকা প্রকাশের আবেদন জানান তিনি। স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি। শুক্রবার মামলার শুনানি হতে পারে।

[আরও পড়ুন: ‘মা মমতা আমাকে তোদের দুয়ারে পাঠিয়েছেন’, তৃণমূলের প্রচারে ঘাটালে ‘মা লক্ষ্মী’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement