Advertisement
Advertisement
অটো

উল্টোডাঙা-বাগুইআটি রুটে ফের বন্ধ অটো, সকালের ব্যস্ত সময়ে বিপাকে যাত্রীরা

বেআইনি অটোর রমরমার বিরুদ্ধে আন্দোলনে নামলেন অটো চালকদেরই একাংশ।

Auto service suspende in Ultodanga-Baguiati route
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 29, 2019 11:38 am
  • Updated:May 29, 2019 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে বেআইনি অটোর রমরমার বিরুদ্ধে ফের আন্দোলনে নামলেন অটো চালকদেরই একাংশ। বুধবার সকাল থেকে অটো চলাচল বন্ধ উল্টোডাঙা-বাগুইআটি রুটে। বিপাকে নিত্যযাত্রীরা।

[আরও পড়ুন: বউমার হাতে বেধড়ক মার, চোখে জল নিয়ে থানায় হাজির বৃদ্ধা]

উত্তর থেকে দক্ষিণ। শহর জুড়ে একাধিক রুটে চলে অটো। সকালের ব্যস্ত সময়ে বাসের ভিড় এড়াতে অটোয় চেপে যাতায়াত করেন অনেকেই। বুধবার সকাল থেকে  উল্টোডাঙা-বাগুইআটি রুটে অটো বন্ধ রেখেছেন চালকদের একাংশ। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে কয়েকশো অটো, অথচ যাত্রীদের ফিরে যেতে হচ্ছে। অটো চালকদের অভিযোগ, উল্টোডাঙা-বাগুইআটি রুটে চলছে বহু বেআইনি অটো। ফলে যাত্রীরা যেমন সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি যাঁরা আইন মেনে অটো চালাচ্ছেন, তাঁরা রোজগারেও টান পড়েছে। আন্দোলনকারীদের দাবি, বেআইনি অটোর রমরমা নিয়ে প্রশাসনকে বহুবার অভিযোগ জানিয়েছেন তাঁরা। কিন্ত, কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে উল্টোডাঙ্গা-বাগুআটি রুটে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এদিকে সপ্তাহের কাজের দিনে অটো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

Advertisement

কখনও বেশি ভাড়া চাওয়া, তো কখনও আবার একই রুটে একাধিকবার অটো বদল। উল্টোডাঙা-বাগুইআটি রুটে অটো পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। অটোয় অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদে উল্টোডাঙায় পথ অবরোধও করেছিলেন নিত্যযাত্রীরা। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। অটো চালকদের সঙ্গে বৈঠক করেন তিনি। অটো চালকদের প্রতি মন্ত্রীর বার্তা দিয়েছিলেন, ‘মানুষ নিয়ে যাচ্ছেন, পণ্য নিয়ে নয়। অযথা ঝুঁকি নেবেন না। যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করুন।’ উল্টোডাঙা, গড়িয়াহাট ও সল্টেলেক করুণাময়ীতে কমপ্লেন বক্স বসানোরও আশ্বাস দিয়েছিলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী।

[আরও পড়ুন: টাকার সন্ধানে এটিএমে ঢুকে প্রিন্টিং মেশিন ভাঙল দুষ্কৃতীরা, খোঁজ শুরুর পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement