অর্ণব আইচ: শহরে ফের অটো দৌরাত্ম্য৷ আবারও ঘটনাস্থল যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে চড় মারার অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে৷ কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধেও উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ৷ অটোচালক আশীষ সাহাকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে৷
সোমবার রাত ৮টা ২০মিনিট নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোন এক প্রাক্তনী৷ বর্তমানে মুম্বইতে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন তিনি৷ বন্ধুদের সঙ্গে দেখা করতেই বিশ্ববিদ্যালয় চত্বরে এসেছিলেন ওই তরুণী৷ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে অটো ধরতে গিয়েছিলেন তিনি৷ সঙ্গে ছিলেন তাঁর আরও বন্ধুবান্ধব৷ এক অটোচালককে গাঙ্গুলিবাগানে যাওয়ার কথা বলেন ওই তরুণী৷ কিন্তু, অটোচালক রাজি হন না৷ অটোচালককে বারবার গাঙ্গুলিবাগানে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন তিনি৷ শেষপর্যন্ত, বাধ্য হয়ে অটোর পথ আটকান ওই তরুণী৷ অটোচালকের সঙ্গে বিবাদ শুরু হয় ওই তরুণী ও তাঁর বন্ধুবান্ধবদের৷ কথা কাটাকাটি চলতে চলতেই অটোচালক ওই তরুণীকে সপাটে একটি চড় মারেন বলে অভিযোগ৷ অটোচালক মারধর করছে দেখে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের কাছে যান তরুণীর বান্ধবীরা৷ অভিযোগ, একের পর এক ট্রাফিক সার্জেন্ট তাঁদের ফিরিয়ে দেন৷ কেউই তাঁদের কথা শুনতে রাজি হননি৷
ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই যাদবপুর থানা৷ ট্রাফিক সার্জেন্টের থেকে কোনও সাহায্য না পেয়ে থানার দ্বারস্থ হন ওই তরুণী ও তাঁর বন্ধুবান্ধবরা৷ অটোচালক আশীষ সাহার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অটোচালককে৷ অটোচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৩২৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ অটোটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই ঘটনার খবর পেয়ে বেজায় ক্ষুব্ধ ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে৷ অটোচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.