Advertisement
Advertisement

Breaking News

Kasba

তৃণমূল কাউন্সিলরের উপর হামলায় আরও স্পষ্ট বিহার যোগ! সমস্তিপুর থেকে গ্রেপ্তার ১

ধৃত ব্যক্তি মিডলম্যান হিসেবে কাজ করছিল বলে জানা গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা জড়িত, সে বিষয়ে খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারীরা।

Attack on TMC Councilor in Kasba: DD ARS of Kolkata Police arrested one from Bihar

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:November 22, 2024 7:47 pm
  • Updated:November 22, 2024 8:14 pm  

অর্ণব আইচ: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় এবার ভিনরাজ্য থেকে পুলিশের জালে এক। বিহারের সমস্তিপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ ফুলবাবু। বয়স ৪৫ বছর। এর আগে এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে ফুলবাবুর নাম জানতে পারেন তদন্তকারীরা। এর পর বিহারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহম্মদ ফুলবাবুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে কলকাতায়। সূত্রের খবর, মিডলম্যান হিসেবে কাজ করেছিল এই ফুলবাবু। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা জড়িত, সে বিষয়ে খোঁজখবর চালানো হচ্ছে।

গত ১৫ নভেম্বর ভর সন্ধেবেলা কসবায় নিজের বাড়ির সামনে অনুগামীদের নিয়ে বসে থাকার সময় হামলা হয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার জ্যাম হওয়ায় গুলি বেরয়নি। যার জেরে প্রাণে রক্ষা পান সুশান্তবাবু। সঙ্গে সঙ্গে অবশ্য গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কলকাতা পুলিশ এই ঘটনার তদন্তে নেমে একে একে গ্রেপ্তার করে কয়েকজনকে। স্পষ্ট হয়, বিহারে বসে এই হামলার ছক করা হয়েছিল। উঠে আসে কুখ্যাত দুষ্কৃতীদের নাম। 

Advertisement

এবার বিহারেই অভিযান চালিয়ে সমস্তিপুরের করপুরি গ্রাম থেকে মহঃ ফুলবাবু নামে দুষ্কৃতীদের গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।  জানা যাচ্ছে, এই ঘটনায় ধৃত গুলজার তাকে মিডলম্যান হিসেবে কাজে লাগিয়েছিল। সুপারি কিলারদের কাছে টাকা পৌঁছত এই ফুলবাবুর মাধ্যমে। তবে সুশান্ত ঘোষকে হত্যার নীল নকশায় ঠিক কী ভূমিকা ছিল ফুলবাবুর, তা খতিয়ে দেখছেন তদন্তকারীদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement