সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের লড়াইয়ের পর থেমে গেল জীবনযুদ্ধ। আর জি কর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) মা। বুধবার সকাল ৭ টায় তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কলকাতার নলিন সরকার স্ট্রিটের বাড়িতে থাকতেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা। গত শনিবার বাড়িতে পুজো করার সময় ঘটে দুর্ঘটনা। প্রদীপ থেকে কোনওভাবে আগুন লেগে যায় বৃদ্ধার শাড়িতে। দাউদাউ করে জ্বলে ওঠে শাড়ি। আর্তনাদ শুরু করেন তিনি। চিৎকারে পরিবারের সদস্যরা এসে দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজে।
রবিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অতীন ঘোষের মায়ের শরীরের ৬৫ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও সাড়া দিচ্ছিলেন দেরিতে। ফলে দুশ্চিন্তা ছিলই। বুধবার সকালে বৃদ্ধাকে মৃত ঘোষণা করলেন চিকিৎকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.