Advertisement
Advertisement

রাজ্যে এল বাজপেয়ীর চিতাভস্ম, বৃহস্পতিবার গঙ্গাসাগরে অস্থি-বিসর্জন

বিজেপি নেতাদের সঙ্গে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও৷

Atal Bihari Vajpayee’s ‘Asthi kalash’ reaches Kolkata
Published by: Kumaresh Halder
  • Posted:August 22, 2018 8:19 pm
  • Updated:August 22, 2018 8:19 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যে এল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি-কলস৷ আজ, বুধবার বিকালে দিল্লি থেকে কলকাতায় উড়িয়ে আনা হয় বাজপেয়ীর চিতাভস্ম৷ রুপোলি কলস হাতে এদিন ছবি তুলতে দেখা যায় বঙ্গ বিজেপির নেতাদের৷  প্রিয় নেতার চিতাভস্ম বিমানবন্দরে আনতে না আনতেই উৎসাহী কর্মীরা ঝাঁপিয়ে পড়েন৷ ব্যস্ত বিমানবন্দরের মধ্যেই বাজপেয়ীর নামে উঠতে থাকে স্লোগান৷ অতিউৎসাহী বিজেপি কর্মীদের ঠেকাতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের৷ পরে বিমানবন্দর থেকে শোভাযাত্রার মাধ্যমে বিজেপির দপ্তরের নিয়ে যাওয়ায় হয়৷ কিন্তু,  এদিন বিমানবন্দরে বাজপেয়ীর অস্থি-কলস আনতে বিজেপি নেতাদের সঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ রাজনৈতিক দলের কর্মসূচিতে রাজ্যপাল উপস্থিত থাকতে পারেন কি না তা নিয়েও জলঘোলা হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির অন্দরে৷ 

[জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস]

বিজেপি সূত্রে খবর, আজ সাধারণের জন্য বিজেপির পার্টি অফিসে রাখা থাকবে বাজপেয়ীর চিতাভস্ম৷ সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন নেতা-কর্মীরা৷ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বিশাল শোভাযাত্রা বের হবে৷ বৃহস্পতিবার ব্যস্ত টাইমে বিজেপির শোভাযাত্রা ঘিরে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে৷ সকাল ১০টা নাগাদ বাজপেয়ীর চিতাভস্ম পৌঁছে যাবে ভারত সেবাশ্রম সংঘে৷ মোট ১৭টি জায়গায় শ্রদ্ধাঞ্জলির দেওয়া হবে৷ বেলা ১১টা নাগাদ আমতলা চৌরাস্তা হয়ে শিরাকল, শিবানীপুর, সরিষা আশ্রম মোড় ও কপাট হাট ছুঁয়ে ডায়মন্ড হারবারে পৌঁছবে বেলা একটা নাগাদ৷ দোলনঘাটা, কুলপি মোড়, নিশ্চিন্তপুর, কচুবেড়িয়া বাসস্ট্যান্ড হয়ে চকফুল ডুবি, রুদ্রনগর হয়ে গঙ্গাসাগরে পৌঁছবে বাজপেয়ীর চিতাভস্ম৷ পরদিন সকালে নয়টায় যজ্ঞ অনুষ্ঠান করে গঙ্গাসাগরে বিসর্জন হবে অস্থি৷ অস্থি বিসর্জনের পর ওই দিনই সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ফিরে যাবেন৷ অস্থি বিসর্জন উপলক্ষে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের থাকার ব্যবস্থাও করা হয়েছে  বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার (পশ্চিম) সভাপতি অভিজিৎ দাস৷

Advertisement

[স্বল্পমূল্যে প্যাকেটজাত দুধ বিক্রির উদ্যোগ রাজ্যের, বাড়ল সুন্দরিনী প্রকল্পের গুরুত্ব]

রাজ্যে অস্থি বিসর্জন দেওয়ার পাশাপাশি আগামী ২৫ আগস্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণসভা করবে বিজেপি৷ যেখানে সব দলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে৷ বিজেপির আমন্ত্রণে আদৌ কোনও রাজনৈতিক দল সাড়া দেয় কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে বাজপেয়ী আবেগকে কাজে লাগতে রাজ্যে অস্থি বিসর্জন রাজনীতি-সহ স্মরণসভায় রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে ‘সৌজন্যে’র রাজনীতির বার্তা ছড়াতে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির৷ আর সেই লক্ষ্যে বিজেপির এই কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement