Advertisement
Advertisement

Breaking News

গঙ্গাসাগরে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম, স্মরণসভায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিজেপির

আগামী সোমবার গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে প্রয়াত প্রধানমন্ত্রীর অস্থি৷

Atal Bihari Vajpayee bone will be floated in the Gangasagar
Published by: Kumaresh Halder
  • Posted:August 18, 2018 9:43 pm
  • Updated:August 18, 2018 9:43 pm  

রূপায়ন গঙ্গোপাধ্যায়: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি আসছে রাজ্যে৷ আগামী সোমবার গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি৷ প্রিয় নেতার স্মরণে দেশের বিভিন্ন হিন্দু তীর্থক্ষেত্রে এই অস্থি বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেশের মানচিত্রে গঙ্গাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিন্দু তীর্থক্ষেত্র৷ ফলে, এই গঙ্গাসাগরেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জনের তোড়জোড় শুরু হয়েছে৷

[ট্রেনে কাটা পড়লেন একই পরিবারের দুই মহিলা, চাঞ্চল্য বেলঘরিয়ায়]

রাজ্যে অস্থি বিসর্জন দেওয়ার পাশাপাশি আগামী ২৫ আগস্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণসভা করবে বিজেপি৷ যেখানে সব দলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে৷ বিজেপির আমন্ত্রণে আদৌ কোনও রাজনৈতিক দল সাড়া দেয় কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা৷

Advertisement

বিজেপি সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাতে পারেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে বিজেপি সূত্র খবর৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে বাজপেয়ী আবেগকে কাজে লাগতে রাজ্যে অস্থি বিসর্জন-সহ স্মরণসভায় রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে ‘সৌজন্যে’র রাজনীতির বার্তা ছড়াতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির৷

[ফের রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ]

প্রয়াত জননেতা অটল বিহারী বাজপেয়ীর আবেগ মেখে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থায় জানাতে শুরু করেছে বিজেপি৷ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জানিয়েছেন, তাঁর রাজ্যে গঙ্গা, যমুনা ও তাপ্তি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম৷ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী একজন প্রকৃতই জননেতা ছিলেন৷ জাতির জন্য তাঁর অবদান কখনই ভোলা যাবে না৷ তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই চিতাভস্ম নদীতে ভাসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement