Advertisement
Advertisement
Balwinder Singh Turban CM Mamata Banerjee

অভিমান ভুলে আরও কাছাকাছি, মুখ্যমন্ত্রীকে পাগড়ি উপহার দিতে চান বলবিন্দরের স্ত্রী

মুখ্যমন্ত্রীর থেকে সালোয়ার স্যুট উপহার পেয়ে কৃতঞ্জ বলবিন্দরের স্ত্রী করমজিৎ।

'Assaulted' Sikh man Balwinder Singh's wife wants to gift a turban to CM Mamata Banerjee ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2020 10:43 am
  • Updated:October 18, 2020 10:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিমান ভুলে আরও কাছাকাছি মুখ্যমন্ত্রী এবং বলবিন্দর সিংয়ের পত্নী করমজিৎ কাউর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাগড়ি উপহার দিতে চান। মমতা তাঁকে পুজোর উপহার হিসাবে আগেই একটি সালোয়ার স্যুট দেওয়ায় তিনি কৃতজ্ঞ। শনিবার সংবাদমাধ্যমকে সেকথা জানান তিনি। করমজিৎকে উপহার দেওয়ার জন্য শুক্রবারই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দিল্লির শিখ গুরুদ্বার কমিটির প্রধান মনজিন্দর সিং।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সাত দফা দাবিতে নবান্ন (Nabanna) অভিযানের পরিকল্পনা ছিল বিজেপির। সেই অনুযায়ী হাওড়া এবং কলকাতা মিলিয়ে মোট চারটি মিছিল বেরোয়। অভিযোগ, সেই মিছিলে বাধা দেয় পুলিশ। এমনকী তাঁদের দলীয় কর্মীদের উপর ‘অমানবিক’ অত্যাচার করা হয় বলেও অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটবৃষ্টি পালটা লাঠিচার্জ, বিক্ষোভ সব মিলিয়ে প্রায় রণক্ষেত্র হয়ে ওঠে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, হেস্টিংস। উত্তেজনার মাঝেই হাওড়া ময়দানের মিছিলে পিছু ধাওয়া করে বলবিন্দর সিংকে (Balwinder Singh) পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে বলবিন্দর যুব মোর্চা নেতার দেহরক্ষী। তাই তার কাছে আগ্নেয়াস্ত্র থাকা খুবই স্বাভাবিক। হাওড়া সিটি পুলিশের তরফে পালটা দাবি করা হয়, ওই আগ্নেয়াস্ত্রটি জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে লাইসেন্সপ্রাপ্ত। রাজৌরি থেকে বাংলায় কার্যত বেআইনিভাবে নিয়ে আসা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। তবে সেকথা বিজেপি নেতৃত্ব কিংবা বলবিন্দর কেউই মানতে নারাজ।

Advertisement

[আরও পড়ুন: বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে আগুন, জখম অবস্থায় উদ্ধার ৩]

দিনকয়েক আগে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বলবিন্দরের স্ত্রী। নবান্ন অভিযানে অস্ত্র-সহ ধৃতের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করা হচ্ছে বলে সেই সময় টুইটও করেন রাজ্যপাল। স্বামীকে মুক্তি না দিলে মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে ছেলেকে নিয়ে অবস্থানের হুঁশিয়ারিও দিয়েছিলেন বলবিন্দরের স্ত্রী। তারপরই রাজ‌্য পুলিশের ডিজি বলবিন্দরের স্ত্রীকে ন্যায়বিচারের আশ্বাস দেন। শনিবার প্রাক্তন সেনাকর্তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে বলবিন্দরের মুক্তির দাবি জানান। এরপর রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar) টুইট করে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলবিন্দরের গ্রেপ্তারি মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই নয় বলেই খোঁচা দেন তিনি।

[আরও পড়ুন: খাঁটি বাঙালিয়ানা! ধুতি-পাঞ্জাবি পরে মহাষষ্ঠীতে ভারচুয়াল মাতৃবন্দনা করবেন মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement