Advertisement
Advertisement

Breaking News

Tapas Roy

তাপস রায়ের সমর্থনে ভোটপ্রচারে কলকাতায় হিমন্ত বিশ্বশর্মা

সোমবার কলকাতায় সভা করলেন হিমন্ত বিশ্বশর্মা।

Assam CM Himanta Biswa Sharma campaigns for Tapas Roy
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 20, 2024 9:36 pm
  • Updated:May 20, 2024 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের হয়ে প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার কলকাতায় সভা করলেন তিনি। সঙ্গে ছিলেন বিখ্যাত ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সহ- অন্যান্যরা।

দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচদফার ভোট হয়ে গিয়েছে। বাকি ২ আরও ২ দফা। সপ্তম দফায় উত্তর কলকাতা আসনে নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রচারে ঝড় তুলেছেন সব দলের প্রার্থীরা। দিনভর মানুষের কাছে যাচ্ছেন বিজেপির প্রার্থী তাপস রায়ও। একাধিক মিটিং-মিছিল করছেন। সোমবার তাপস রায়ের হয়ে কলকাতা সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে জয়ী করার আহ্বান জানালেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: CCTV ফুটেজ বাজেয়াপ্তর পর এবার স্বাতীর পোশাক পাঠানো হল ফরেনসিক তদন্তে]

প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় বিশেষ নজর দিয়েছে পদ্মশিবির। জেলায় জেলায় গিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদলকে কোণঠাসা করতে মরিয়া প্রচার চালাচ্ছেন তাঁরা। প্রচারকের তালিকায় রয়েছেন অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তৃণমূলের দীর্ঘদিনের সদস্য ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সম্প্রতি একাধিক ক্ষোভ নিয়ে দল ছাড়েন তিনি। তার পরই যোগ দেন বিজেপিতে। প্রার্থীও হয়েছেন তিনি।

[আরও পড়ুন: তাজমহলের পাশে মসজিদের ভিতর থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ছড়াল তীব্র চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement