গোবিন্দ রায়: এশিয়ান গেমসে শুরু হচ্ছে মহিলা ভলিবল প্রতিযোগিতা। এরই মধ্যে দলের বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মহিলা ভলিবল তারকা রুকসানা খাতুন। রুকসানার অভিযোগ যোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে এশিয়ান গেমসের দলে সুযোগ দেওয়া হয়নি। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল প্লেয়ার রুকসানা খাতুন (Ruksana Khatun) দক্ষিণ-পূর্ব রেলের কর্মী।
রুকসানা ভারতীয় দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন। সেখানে যা যা যোগ্যতার মাপকাঠি তা থাকা সত্বেও তাঁকে বাদ দিয়ে দেয় ভলিবল ফেডারেশন। বাদ পড়ার কারণ জানতে তিনি ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও উত্তর মেলেনি। তাই ভারতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন তিনি।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই মামলা গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি জানান, এই বেঞ্চ যেহেতু ভলিবল বিশেষজ্ঞ নয়, তাই তাঁদের পক্ষে এ নিয়ে কোনও রায় দেওয়া সম্ভব নয়। আদালতের সেই রায়ের প্রেক্ষিতে আবার প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে রুকসানা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
রুকসানার আইনজীবী আফরিন বেগম জানান, ২০০৭ সাল থেকে এপর্যন্ত রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তাঁর মক্কেল। পরবর্তীকালে ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাড হক কমিটি, গত ১৯ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এশিয়ান গেমসের (Asian Games) ওপেন সিলেকশন ট্রায়ালের জন্য আহ্বান জানায়। আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চতা, দাঁড়ানো পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের প্যারামিটারের ভিত্তিতে ট্রায়ালের সময় চূড়ান্ত নির্বাচন করা হবে। এই সমস্ত যোগ্যতা থাকা সত্বেও তাঁর মক্কেলকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কম অভিজ্ঞতাসম্পন্ন আরও দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.