আরসালান পারভেজ
অর্ণব আইচ: লাউডন স্ট্রিটে জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে নয়া মোড়৷ আরসালান পারভেজ নয়, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুই বাংলাদেশিকে পিষে মারে তার দাদা রাঘিব৷ শহরের অন্তত ৪০- ৪৫টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তথ্য হাতে এসেছে পুলিশের৷ পারিবারিক চক্রান্ত নাকি পুলিশি গাফিলতির শিকার আরসালান? জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে এমনই নানা প্রশ্নের ভিড়৷
শুক্রবার রাত বারোটা নাগাদ কালো রংয়ের জাগুয়ারে সওয়ার হয়ে বাড়ি থেকে বেরোয় নামী রেস্তরাঁর মালিকের ছেলে আরসালান৷ ঠিক ১২টা ৫০ মিনিটে তার গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথেই দুই বাংলাদেশির মৃত্যু হয়৷ সিসিটিভির সূত্র ধরে এই ঘটনায় কলকাতার নামী রেস্তরাঁর মালিকের ছেলে আরসালানকে গ্রেপ্তার করা হয়৷ ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে আপাতত পুলিশ হেফাজতে রয়েছে সে৷
জাগুয়ার কাণ্ডের পাঁচদিনের মাথায় বদলে গিয়েছে গোটা ঘটনা৷ অন্তত এমনটাই দাবি জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার৷ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আরসালান পারভেজ নয়, এই কাণ্ড ঘটিয়েছে তার দাদা রাঘিব পারভেজ৷ ময়দানের দিক থেকে লাউডন স্ট্রিট এবং থিয়েটার রোডের সংযোগস্থল পর্যন্ত প্রায় ৪০-৪৫টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা৷ তাতেই ভুল ভাঙে পুলিশের৷ তদন্তকারীরা বুঝতে পারেন আরসালান নন, এই ঘটনায় দায়ী রাঘিব৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরেরদিন এক মামার সাহায্যে বিমানে চড়ে দুবাইতে চলে যায় রাঘিব৷ সেখানেই গা ঢাকা দিয়েছিল সে৷ বুধবারই শহরে পা রাখে রাঘিব৷ গোপন সূত্রে সে খবর পৌঁছয় পুলিশের কাছে৷ বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বুধবার ২.৫০ মিনিট নাগাদ রাঘিবকে গ্রেপ্তার করা হয়েছে৷ অপরাধীকে সাহায্য করার অভিযোগে পুলিশ তার মামাকেও গ্রেপ্তার করেছে৷
এত বড় ঘটনায় কীভাবে অভিযুক্ত বদল হয়ে গেল? পুলিশি গাফিলতিতেই কি দুর্ঘটনায় দায় পড়ল আরসালানের ঘাড়ে? প্রশ্ন উঠেছে। তবে আরসালানের দাবি ঘিরে তৈরি হয়েছে জটিলতা৷ আরসালানের দাবি, বাবা আখতার পারভেজের কথাতেই দাদার দোষ ঘাড়ে নেয় সে৷ তবে কি পারিবারিক চক্রান্তের শিকার আরসালান? লাউডন স্ট্রিট কাণ্ডে মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্নও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.