Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

Jyotipriya Mallick: হাত ও পায়ে যন্ত্রণা, পক্ষাঘাত হয়ে যেতে পারে! ভয়ে কাঁটা বালু

দুর্নীতি প্রসঙ্গে মুখে কুলুপ জ্যোতিপ্রিয়র।

Arrested minister Jyotipriya Mallick is suffering from massive pain

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক। ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 10, 2023 11:33 am
  • Updated:November 10, 2023 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিজিও থেকে বেরনোর সময় ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। তুলে ধরলেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। জানালেন, তাঁর বাম হাত ও ডান পায়ে প্রবল যন্ত্রণা।

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার সকালে পৌনে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাভাবিকভাবেই তাঁকে দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে সুকৌশলে তা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বিজয়া সম্মিলনীতে গোপন ষড়যন্ত্র তৃণমূল বিধায়কের! ফাঁস করল মাইক্রোফোন]

এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরই দেননি জ্যোতিপ্রিয়। শুধু জানিয়েছেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। তিনি এদিন জানান, তাঁর ডান হাত ও ডান পায়ে সমস্যা রয়েছে। বলেন, “আমার শরীরটা খুব খারাপ। বাম হাত এবং পা, দুটোয় প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।” এর পরই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারির পর থেকে তাঁকে জেরা করছেন ইডির আধিকারিকরা। রহস্যভেদের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।  

[আরও পড়ুন: বর্ধমান মেডিক্যাল থেকে লাশ পাচার কাণ্ডে আরামবাগ মেডিক্যালের কর্মীর যোগ! হন্যে হয়ে খুঁজছে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement