সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কিনা এখন ঘন জঙ্গলে ঢাকা! সেখানে নিশ্চিন্তে চরে বেড়াচ্ছে গরু! বুধবার বিধানসভায় কেন্দ্রকে বিঁধে এই কথা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে ক্রীড়ামন্ত্রীকে প্রশ্ন করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা মুখ্যসচেতক শঙ্কর ঘোষ। তার জবাব দিতে গিয়েই উত্তরবঙ্গের স্টেডিয়ামের এই বেহাল দশার কথা তুলে ধরেন অরূপ।
২০১৬ সালে রাজ্য সরকার পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গড়ে তুলেছিল আধুনিক পরিকাঠামোযুক্ত বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। জলপাইগুড়ির এই ক্রীড়াঙ্গন ২০১৭ সালের ২৭ ডিসেম্বর চুক্তি করে তুলে দেওয়া হয় সাইয়ের হাতে। তার পরে দীর্ঘ সাত বছর কেটে গিয়েছে। এবং আধুনিক পরিকাঠামোযুক্ত বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন পরিণত হয়েছে প্রায় জঙ্গলে! খেলাধুলো দূরের ব্যাপার, সেটা এখন গবাদি পশুর অবাধ চারণভূমি! গরুরা এখন সেখানে ঘোরে দিব্য, নিশ্চিন্তে ঘাস খায়! আর এ হেন পরিণতির জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন।
বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে কেন্দ্র সরকারকে তোপ দাগেন অরূপ। তিনি বলেন, “‘উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে সাইয়ের সঙ্গে চুক্তি হয়েছিল ২০১৭ সালের ২৭ ডিসেম্বর। সেখানে সাতটি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছিল। আজ সেখানে গরু চরছে। এ বিষয়ে চার বার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানালেও আজ অবধি কোনও পদক্ষেপ করা হয়নি।” ২০২১ সালে রাজ্যের তরফে দুবার এই বিষয়টি জানানো হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে। তাতেও লাভ হয়নি।
গোটা বিষয়টি বিধানসভায় তুলে ধরে শিলিগুড়ির বিধায়ককে অরূপ বলেন, “রাজ্যের বিরুদ্ধে অভিযোগ না-তুলে উত্তরবঙ্গের মানুষের স্বার্থে কেন্দ্রের কাছে বলুন। আসুন-না, উত্তরবঙ্গে আপনাদের বিধানসভা এলাকার ক্রীড়াবিদদের স্বার্থে কথা বলি।” ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে রাজ্য কী কী ভূমিকা নিয়েছে, তার বিস্তারিত বিবরণও তুলে ধরেন অরূপ। তিনি জানান, মোট ৫৮টি স্টেডিয়াম গড়ে তুলেছে রাজ্য সরকার। পাশাপাশি ৪২৪টি মাঠ তৈরি করেছে ক্রীড়া দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.