Advertisement
Advertisement

Breaking News

Arms Recovery

শিয়ালদহ স্টেশনে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, এসটিএফের হাতে গ্রেপ্তার ১, বিহার থেকে পাচারের ছক?

হাটেবাজারে এক্সপ্রেস করে ওই অস্ত্র আনা হচ্ছিল।

arms recovered again at Sealdah station
Published by: Suhrid Das
  • Posted:March 17, 2025 8:59 am
  • Updated:March 17, 2025 4:18 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল এসটিএফ। প্রতিবেশী রাজ্য বিহার থেকে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিকভাবে খবর। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। শিয়ালদহ স্টেশন ও লাগোয়া অঞ্চলে সাম্প্রতিক অতীতে একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। তাহলে কি শিয়ালদহ স্টেশনকে অস্ত্র পাচারের রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা?

এসটিএফের কাছে আগেই খবর ছিল। সেই মতো আজ সোমবার সকালে স্টেশন এলাকায় নজরদারি চলছিল। সকালে স্টেশনের প্ল্যাটফর্মে হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায়। রাজ্য পুলিশের এসটিএফের তদন্তকারীরা তল্লাশি শুরু করেন। এক যুবককে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই সাফল্য মেলে। জামাকাপড়ের ভিতর ওইসব আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসা হয়েছিল।

Advertisement
arms recovered again at Sealdah station
অস্ত্র-সহ গ্রেপ্তার মালদহের বাসিন্দা। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা। এদিন উদ্ধার হয়েছে ছটি আগ্নেয়াস্ত্র ও আটটি কার্তুজ। বিহারের মানসিং জেলা থেকে ওইসব অস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহারের খাগারিয়া জেলায় ওইসব অস্ত্র তৈরি হয়েছে। তারপর সড়কপথে সেগুলিকে মালদহে নিয়ে আসা হয়। এরপর হাটেবাজারে এক্সপ্রেস ধরে কলকাতায় সেগুলি নিয়ে আসা হচ্ছিল। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অস্ত্র ও কার্তুজ? ধৃত ব্যক্তি কি ক্যারিয়ার হিসেবে নিযুক্ত? নাকি সে নিজেও বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত? সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এর আগেও শিয়ালদহ স্টেশন ও বৈঠকখানা চত্বরে হানা দিয়ে তদন্তকারীরা বেআইনি অস্ত্র উদ্ধার করেছেন। তাহলে কি এই রুটকেই এখন অস্ত্র পাচারকারীরা বেছে নিয়েছে? সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub