Advertisement
Advertisement
Kolkata Kali Puja Security

সোনা-রুপোয় সাজবেন মা, কলকাতার ৩৩ মণ্ডপে কালী প্রতিমার গয়নার পাহারায় সশস্ত্র পুলিশ

কোন কোন পুজো থাকছে এই তালিকায়?

Armed force of Kolkata police to be deployed to protect Kali idols with gold and silver ornaments | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:October 24, 2022 8:52 am
  • Updated:October 24, 2022 9:11 am  

অর্ণব আইচ: এত গয়না বেটি কোথায় পেলি? আজ থেকে যে গয়নায় সেজে উঠবেন মা। মণ্ডপে আর মন্দিরে শোভিত হয়ে উঠবে স্বর্ণালঙ্কারে সুসজ্জিত কালী প্রতিমা (kali idol)। কিন্তু মায়ের গয়না যে অরক্ষিত রাখা যায় না। তাই কলকাতার ৩৩টি মণ্ডপে মা কালীর গয়না রক্ষা করবে কলকাতা পুলিশ (Kolkata Police)। তার জন‌্য তৈরি হয়েছে বিশেষ টিম। একেকটি মণ্ডপে প্রতি শিফটে থাকবেন দু’জন করে সশস্ত্র পুলিশকর্মী। রীতিমতো হাতে রাইফেল নিয়ে কালী প্রতিমার সামনে দাঁড়িয়ে গয়না সুরক্ষিত রাখার দায়িত্ব নেবেন তাঁরা।

Kali
ফাইল ছবি

পুলিশ জানিয়েছে, বহু বাড়ির পুজোয় কালী প্রতিমাকে সোনা ও রুপোর গয়নায় সুসজ্জিত করে তোলা হয়। শহরের কয়েকটি বারোয়ারি পুজোতেও কালী প্রতিমাকে পরানো হয় সোনা ও রুপোর গয়না। যেখানে গয়নার পরিমাণ কম, সেখানে পুজো উদ্যোক্তারা নিজেরাই নিরাপত্তারক্ষীদের নিয়োগ করে গয়না সুরক্ষিত রাখার ব‌্যবস্থা করেন। কিন্তু ৩৩টি মণ্ডপের ক্ষেত্রে গয়নার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। তাই ওই পুজো উদ্যোক্তারা পুলিশকে গয়না সুরক্ষিত রাখার ব‌্যাপারে জানাতেই পুলিশ ব‌্যবস্থা নেয়। কয়েকটি মণ্ডপে রবিবার থেকেই বসেছে পুলিশি প্রহরা। বাকিগুলিতে সোমবার।

Advertisement

কালীপুজো (Kali Puja 2022) শুরু থেকে বিসর্জনের সময় যতক্ষণ না গয়না খুলে না নেওয়া হচ্ছে, ততক্ষণ মণ্ডপগুলিতে ক্রমাগত তিনটি শিফটে নিরাপত্তার দায়িত্ব নেবেন দু’জন করে রাইফেলধারী কনস্টেবল। তাঁদের মধ্যে কয়েকজন আবার কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কর্মী। বিসর্জনের আগে পুজো উদ্যোক্তারা সব গয়না নিজেদের হেফাজতে নিয়ে নেওয়ার পরই ছুটি পুলিশের।

[আরও পড়ুন: ছাপ্পা ভোটের অভিযোগ খারিজ, মেডিক্যাল কাউন্সিলের ভোটে বিপুল জয় তৃণমূলপন্থী চিকিৎসকদের]

লালবাজারের নির্দেশ অনুযায়ী, ওই পুলিশ টিমগুলিকে গয়না সুরক্ষার ব‌্যাপারে প্রশিক্ষণ দেবেন সংশ্লিষ্ট থানার ওসি। এ ছাড়াও সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে ওই পুজো উদ্যোক্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁরাও পুলিশকে সাহায‌্য করার জন‌্য আলাদাভাবে গয়নার উপর নজর রাখতে পারেন। আবার কেউ বা নিজেদের প্রচেষ্টায় রাখতে পারেন বেসরকারি নিরাপত্তারক্ষীও। অনেকেই মণ্ডপে কোলাপসিবল গেটের ব‌্যবস্থা রাখছেন। দর্শনার্থীদের সংখ‌্যা কমে গেলে বন্ধ করে দেওয়া হবে মণ্ডপের গেট।

Kali 1

লালবাজারের সূত্র জানিয়েছে, ওই ৩৩টি মণ্ডপের মধ্যে শুধু উত্তর কলকাতায় রয়েছে ১৪টি। এছাড়াও দক্ষিণ কলকাতায় ৬টি, মধ‌্য কলকাতায় পাঁচটি, দক্ষিণ পূর্ব কলকাতায় চারটি, দক্ষিণ শহরতলি অঞ্চলে তিনটি ও বন্দর এলাকার পশ্চিম বন্দরের একটি পুজো মণ্ডপে থাকছে সশস্ত্র পুলিশের প্রহরা। উত্তর কলকাতার জোড়াবাগান, শ‌্যামপুকুর, টালা, আমহার্স্ট স্ট্রিট, সিঁথি, বড়তলা, কাশীপুর ও চিৎপুরে রয়েছে এই মণ্ডপগুলি। এর মধ্যে আমহার্স্ট স্ট্রিট এলাকায় রয়েছে তিনটি মণ্ডপ।

দক্ষিণ কলকাতায় আলিপুর, নিউ আলিপুর, চেতলা ও টালিগঞ্জে পাঁচটি মণ্ডপ ও নিউ আলিপুরের একটি মন্দিরে পুলিশ পাহারা দেবে। আবার দক্ষিণ পূর্ব কলকাতার চারটি পুজো মণ্ডপই বেনিয়াপুকুর এলাকায়। মধ‌্য কলকাতার মণ্ডপগুলির মধ্যে তালতলা এলাকায় একটি ও মুচিপাড়া এলাকায় চারটি। দক্ষিণ শহরতলির যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে তিনটি মণ্ডপে সশস্ত্র পাহারা থাকছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: করুণাময়ী থেকে মহিলা TET প্রার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে পুলিশের রিপোর্ট তলব মহিলা কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement