Advertisement
Advertisement
Arjun Singh

CID নোটিসকে চ্যালেঞ্জ, এবার হাই কোর্টে অর্জুন সিং

আগামী সোমবার শুনানির সম্ভাবনা।

Arjun Singh filed a case in the High Court challenging the CID notice
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 6, 2024 12:17 pm
  • Updated:November 6, 2024 2:16 pm  

গোবিন্দ রায়: CID নোটিসকে চ্যালেঞ্জ। এবার হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, ভোটের মুখে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মামলার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।

দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং (Arjun Singh)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় আগামী ১২ নভেম্বর অর্থাৎ উপনির্বাচনের আগের দিন তাঁকে ভবানী ভবনে তলব করে সিআইডি। অর্জুন সিং আগেই দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

Advertisement

উল্লেখ্য, সিআইডি তলব পাওয়ার পরই অর্জুন শাসকদলকে নিশানা করেছিলেন। বলেছিলেন, “ভোটের আগের দিন উদ্দেশ্য প্রণো:দিতভাবে আমাকে ডাকা হয়েছে। তৃণমূলে থাকলেই গুড বয়, আর বিজেপি করলে ওদের চোখে ব্যাড বয়।” এদিকে নৈহাটির নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই জানিয়ে পালটা দিতে ছাড়েননি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিংকে একহাত নিয়ে তিনি বলেন, “২০২০ সালে ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ আমি করি। জালি ওয়ার্ক অর্ডার নিয়ে কো-অপারেটিভ থেকে লোন নেওয়া হয়েছিল। এই লোন প্রাক্তন সাংসদের অনুগামীদের নামে হয়েছিল। তাঁর ভাইপো পাপ্পু সিং এই অভিযোগে ২০২১ সালে গ্রেপ্তার হয়। ছমাস জেলও খাটে। এবার ওনাকেও জেল খাটতে হবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement