Advertisement
Advertisement
মদন মিত্র

ভাটপাড়ায় হিংসা ছড়াচ্ছে অর্জুন সিং, কমিশনে নালিশ মদনের

জগদ্দল থানা ঘেরাও বিজেপির৷

Arjun Singh behind Bhatpara violance, alleges Madan Mitra
Published by: Tanujit Das
  • Posted:May 20, 2019 5:23 pm
  • Updated:May 20, 2019 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট শেষেও ভাটপাড়ায় হিংসা অব্যাহত রেখেছে অর্জুন সিং৷ এই অভিযোগে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী মদন মিত্র৷ অভিযোগ করলেন, বোমা-গুলি নিয়ে ওই এলাকায় দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছে অর্জুন সিংয়ের গুণ্ডা বাহিনী৷

[ আরও পড়ুন: মাথায় ভেঙে পড়ল লোহার বিম, হাওড়া স্টেশনে আহত মহিলা-সহ বেশ কয়েকজন]

Advertisement

এদিন সিইও দপ্তরে গিয়ে নিজের অভিযোগপত্র জমা দেন মদন মিত্র৷ জানান, অর্জুন সিংয়ের মদতেই রণক্ষেত্র হয়ে উঠেছে ভাটপাড়া৷ এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক৷ নির্বাচনের আগের দিন রাত থেকেই গোটা এলাকায় আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তাণ্ডব চালাচ্ছে তাঁর ব বাহিনী৷ খুনের উদ্দেশ্যেই ভোটের দিন তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ করেন মদন মিত্র৷ এবং তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও পালটা খুনের চেষ্টার অভিযোগ করেছেন অর্জুন সিংও৷ একদিকে যখন মদন মিত্র নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে গিয়েছেন, তখন জগদ্দল থানা ঘেরাও করেছে বিজেপি৷ তৃণমূলের বিরুদ্ধে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন গেরুয়া শিবিরের কর্মীরা৷ ঝাঁটা, লাঠি হাতে সেই বিক্ষোভে শামিল হয়েছে মহিলারাও৷

[ আরও পড়ুন: ভোটার তালিকা থেকে উধাও একাধিক ভোটারের নাম! কাঠগড়ায় কমিশন ]

ভোটের পরদিনও শান্তি ফেরেনি কাঁকিনাড়া-সহ একাধিক এলাকায়। রবিবার সারারাত এবং সোমবার সকালেও সেখানে হয় বোমাবাজি। তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দুই দলের বিরুদ্ধেই উঠেছে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে ব়্যাফ। রবিবার ভোটপর্ব চলাকালীন কাঁটাপুকুর এলাকায় মুড়ি-মুড়কির মত বোমাবাজি চলে। তৃণমূল ও বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের এলাকায় নিয়ে এসে সন্ত্রাস করার অভিযোগ তোলে। রবিবার রাতে মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, ওইদিন রাতে চালতা রোড এলাকায় দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি ও সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এমনকী ওই দুষ্কৃতীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement