ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: কলকাতা শহরের একাধিক জায়গায় ট্যাক্সি স্ট্যান্ডের জন্য আবেদন করা হল। ট্যাক্সি মালিক-চালক সংগঠনগুলি এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে আবেদন জমা দিয়েছেন। সোমবার মেয়রের সঙ্গে এই বিষয়ে সংগঠনের নেতারা বৈঠক করেন।
শহরে ট্যাক্সির স্ট্যান্ড নিয়ে দাবি ছিল অনেক দিন ধরেই। যত্রতত্র চালকরা ট্যাক্সি দাঁড় করিয়ে রাখেন যাত্রী তোলার জন্য। অনেক জায়গায় বেআইনি পার্কিংয়ের অভিযোগও ওঠে বিভিন্ন সময়। যাত্রী অ্যাপের আওতায় থাকা ট্যাক্সির জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের দাবিও উঠছিল। বছরের শেষ দিকে এসে সেই দাবিতেই এবার আবেদন করা হল। এজন্য কলকাতার ১২টি জায়গাকে চিহ্নিত করেছেন সংগঠনের নেতারা।
যে সব জায়গায় যাত্রীদের চাপ দিনের বিভিন্ন সময় থাকে। ট্যাক্সিচালকরাও যেখানে স্ট্যান্ডে থাকলে যাত্রী পেতে পারেন, তেমন জায়গাকেই বাছাই করা হয়েছে। রাসবিহারী ক্রসিং, হাজরা, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার মেট্রো স্টেশন, বেলেঘাটা সেল ট্যাক্স, গণেশ টকিজ, এন্টালি মার্কেট, টালিগঞ্জ মেট্রো, বিবাদি বাগ এলাকায় এই ট্যাক্সি স্ট্যান্ড করারর আবেদন রাখা হয়েছে। কলকাতা হাইকোর্ট চত্বর, সাউথ সিটি মলকেও এই তালিকায় রাখা হয়েছে। এছাড়াও কলকাতার সব হাসপাতালের সামনে ট্যাক্সি থাকবে বলেও জানানো হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা বিশেষভাবে ভাবা হচ্ছে বলে খবর।
তবে অনেক নয়, ট্যাক্সির সংখ্যাও নির্দিষ্ট করা হয়েছে। প্রত্যেকটি স্ট্যান্ডে চারটি করে ট্যাক্সি থাকবে। তাঁরা জানান, মেয়র এই স্ট্যান্ড তৈরির বিষয়ে আশ্বাস দিয়েছেন। এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠনের আহ্বায়ক নাওয়ালকিশোর শ্রীবাস্তব বলেন, “আমরা অনেকদিন ধরেই শহরের মধ্যে ট্যাক্সি স্ট্যান্ডের আবেদন জানিয়ে আসছি। মেয়রকে জায়গা চিহ্নিত করে তালিকা জমা দিয়েছি। উনিও আশ্বাস দিয়েছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.