Advertisement
Advertisement

হাই কোর্টের রথযাত্রা রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

শু্ক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হবে৷

Appeal against Rath Jatra in Court
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 20, 2018 7:22 pm
  • Updated:December 20, 2018 7:44 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়:  সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণার করার পরই ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি৷ রথযাত্রা মামলায় শেষপর্যন্ত সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করারই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানানো হবে৷ এদিকে বড়দিনের পরই বিজেপি এ রাজ্যে রথযাত্রা করতে চাইছে বলে খবর৷ শোনা যাচ্ছে, ২৮, ২৯ ও ৩১ তারিখকে সম্ভাব্য দিন ধরে আলোচনা চালাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা৷

[‘২০১৯-এ মানুষ থাপ্পড় মারবে তৃণমূলকে’, হাই কোর্টের রায়ে মন্তব্য দিলীপের]

Advertisement

দীর্ঘ আইনি লড়াইয়ের পর এ রাজ্যে রথযাত্রার অনুমতি পেয়েছে রাজ্য বিজেপি৷ তবে রথযাত্রা আয়োজনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ আদালত স্পষ্ট জানিয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় রথ পৌঁছানোর ১২ ঘণ্টা আগে প্রশাসনকে জানাতে হবে৷ খেয়াল রাখতে হবে, যাতে মানুষের কোনও সমস্যা না হয়৷  রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যদি কোনও অশান্তি হয়, তাহলে বিজেপিও সমানভাবে দায়ি থাকবে৷ রাজ্যকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ ঘটনাচক্রে এর আগে রথযাত্রার অনুমতি চেয়ে যখন হাই কোর্টে মামলা করেছিল বিজেপি, তখন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চই গেরুয়া শিবিরের কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করেছিল৷ মামলা গড়িয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চে৷ বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের নির্দেশে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায়ও বসেছিলেন৷ কিন্তু সামাধানসূত্র বেরোয়নি৷ শেষপর্যন্ত ফের রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করে বিজেপি৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে মামলার শুনানি হয়৷ বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতিও দিয়েছে আদালত৷ হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের মামলা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷

[ বামেদের বাইক ব়্যালিতে ধুন্ধুমার, দুর্গাপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সমর্থকদের]

এদিকে শুক্রবার থেকে বড়দিন উপলক্ষ্যে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে কাজকর্ম বন্ধ থাকবে৷ ফের আদালত খুলবে ২ জানুয়ারি৷ তাই হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার রথযাত্রা মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানাবে বলে খবর৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement