নব্যেন্দু হাজরা: বাসের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকার দিন শেষ৷ আপনার গন্তব্যে যাওয়ার রুটের বাস কোথায় দাঁড়িয়ে, কতক্ষণ লাগবে আপনি যেখানে দাঁড়িয়ে সেখানে আসতে – এসবই এখন জানতে পারবেন স্মার্টফোনে৷ ভাবছেন কলকাতার পরিবহণে এত পরিবর্তন? হ্যাঁ, একেবারেই তাই৷
ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে সরকারি পরিবহণে বিবর্তনের ছোঁয়া৷ অনেক বেশি স্মার্ট, অনেক বেশি আধুনিক৷ ঠিক বিদেশের মতো৷ ঝাঁ চকচকে বাসের জন্যও তাই বাস স্টপে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না৷ শহরে সমস্ত এসি, নন-এসি বাসের যাবতীয় আপডেট জানতে পারবেন মোবাইলেই৷ শুধু ডাউনলোড করে নিতে হবে নতুন একটি অ্যাপ৷ একেবারে নিখরচায়৷ খুব শীঘ্রই যা চালু করতে চলেছে পরিবহণ দফতর৷ অ্যাপের নামও সেই সময়ই ঘোষণা করা হবে৷
শুধু যাত্রীদের জন্য অ্যাপ চালুই নয়৷ বাসের গতিবিধি জানতে তৈরি হচ্ছে কন্ট্রোলরুম৷ কোথায় কত গতিতে বাস চলছে তা জানা যাবে সেখানে বসেই৷ ফলে সতর্ক থাকতে হবে চালকদেরও৷ স্টপেজে বাস না দাঁড়ানোর যে অভিযোগ বার বার ওঠে, সেখানেও তাই এবার দাড়ি পড়তে পারে৷
জেএনএনইউআরএমের বাস তো এসেছেই৷ ভাঙাচোরা সিটের বাসের বদলে এবার শহরের পরিবহণে এক আমূল পরিবর্তন আসতে চলেছে৷ বাসে এবার টিকিট কাটার ধরনও বদলাচ্ছে৷ খুচরোর সমস্যা মেটাতে মেট্রোর ধাঁচে আসছে স্মার্ট কার্ড৷ তবে যতদিন না স্মার্টকার্ড আসছে, তার আগে পর্যন্ত ইটিএমেই কাটুন টিকিট৷ টিকিট কাটার এই যন্ত্রের পদ্ধতি হবে অনেক আধুনিক৷
আসছে আরও সরকারি এসি, নন-এসি বাস৷ সঙ্গে থাকছে নজরদারিও৷ বাসে ওঠা মাত্রই আপনি থাকবেন নজরদারির মধ্যে৷ কোনও গন্ডগোল হলেই ক্যামেরায় বন্দি হবে সবকিছু৷ দুর্ঘটনা এড়াতে বাসের পিছনেও থাকবে ক্যামেরা৷
লাতিন আমেরিকার একাধিক দেশে এই ইণ্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম চালু আছে৷ জেএনএনইউআরএম প্রকল্পে একাধিক রাজ্যে এই প্রযুক্তি চালু করার কথা বলা হয়েছিল৷ সেইমতোই এ রাজ্যে সরকারি পরিবহণে এই ব্যবস্থা চালু করা হচ্ছে৷ গণেশচন্দ্র অ্যাভিনিউতে হবে বাসের গতিবিধি নিয়ন্ত্রণে তৈরি কন্ট্রোলরুম৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.