ফাইল ছবি
গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের ইতিহাসে এই প্রথম। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে একটি অরাজনৈতিক সংগঠন ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ’। বারের ভোটে সাবামের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে ব্যাপক সাড়া আইনজীবী মহলে।
২০১৯ সাল থেকে পথচলা শুরু করেছে আইনজীবীদের এই অরাজনৈতিক সংগঠনের। ওই বছর ২৪ এপ্রিল হাওড়া আদালতে আইনজীবী ও পুরকর্মীদের অশান্তিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া আদালত। পরে যা নিয়ে মামলা গড়ায় হাই কোর্ট পর্যন্ত। দীর্ঘদিন ধরে চলে সেই মামলা। সে সময়ই প্রকাশ্যে আসে ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ’। ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাই কোর্টের বৃহত্তর আইনজীবী সংগঠন অ্যাসোসিয়েশনের নির্বাচন। ভোট চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেই সহ-সভাপতি থেকে সম্পাদক, সহ-সম্পাদক, ট্রেজারার এমনকী, এক্সিকিউটিভ কমিটিতে প্রার্থী দিয়েছে সাবাম।
সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, “বিজেপি-কংগ্রেস-সিপিএম-তৃণমূলের বাইরে গিয়ে সাবাম, সারা বাংলা ঐক্য মঞ্চ একটি প্যানেল দিয়েছে। হাওড়া আদালতের ঘটনায় আইনজীবীরা মার খাওয়ার পর ২০১৯ সালে এই সংগঠনের আত্মপ্রকাশ। আর এবার প্রথম এই বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নেওয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। হাই কোর্টের সাধারণ আইনজীবীদের মধ্যেও এর বেশ সমর্থন রয়েছে বলেও দাবি তাঁর। তিনি বলেন, “রাজনীতির বাইরে আইনজীবীদের একটি সংগঠন থাকা দরকার, যারা রাজনৈতিক রং না দেখে আইনজীবীদের হয়ে, তাঁদের জন্য কাজ করবে।” সংগঠনের অন্যতম সদস্য ইন্দ্রদীপ পাল জানান, “রাজনৈতিক ভাবে বিভিন্ন মেরু হতে পারে কিন্তু বিভাজন কাম্য নয়। সমস্ত রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে উঠে সমস্ত কালো কোটকে এক হতে হবে। এটাই বার্তা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.