Advertisement
Advertisement

Breaking News

Anupam Hazra

পদ্মে কাঁটা অনুপম! ‘বিক্ষুব্ধ’দের সোশাল মিডিয়া অভিযানের আশঙ্কায় চিন্তিত শাহ-নাড্ডারা

অনুপমের কার্যকলাপে অস্বস্তিতে গেরুয়া শিবির।

Anupam Hazra plans to launch new social media platform, causes trouble in leadership | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 16, 2023 1:52 pm
  • Updated:November 16, 2023 1:52 pm  

স্টাফ রিপোর্টার: রাজ‌্য বিজেপিতে কোণঠাসা অর্থাৎ বিক্ষুব্ধ কর্মীদের জন‌্য এবার সোশাল মিডিয়ায় নতুন প্ল‌্যাটফর্ম গড়ার ডাক দিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। যা রাজ‌্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিল। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে নালিশ জানিয়েও অনুপম হাজরার মুখ কোনওভাবেই বন্ধ করতে পারছেন না রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার ও সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীরা।

বেপরোয়া অনুপম হাজরাকে সামলাতে নাজেহাল বঙ্গ বিজেপি। দলের এই কেন্দ্রীয় নেতা যত মুখ খুলছেন রাজ‌্য বিজেপির কোন্দলের কদর্য চেহারাটা আরও সামনে চলে আসছে। কদিন আগেই রাজ‌্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের কুকর্মের তথ‌্য প্রমাণ জানানোর জন‌্য হোয়াটসঅ‌্যাপ নম্বর দিয়েছিলেন তিনি। কুকর্ম ফাঁস করার হুমকিও দিয়েছিলেন। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত তিন-চারদিনে যে বিপুল পরিমাণ বঙ্গ বিজেপির কোণঠাসা মানুষদের অভিযোগ, তথ‌্যপ্রমাণ হোয়াটসঅ‌্যাপে পেয়েছেন, সেটার কথা মাথায় রেখেই সোশাল মিডিয়ায় নতুন প্ল‌্যাটফর্ম গড়ছেন তিনি। অনুপম লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের বসিয়ে রাখা বা কোণঠাসা কর্মীদের সংখ‌্যা সামনে আনতে খুব তাড়াতাড়ি একটি ফেসবুক পেজ খোলা হবে। এমন একটা প্ল‌্যাটফর্ম যেখানে আপনারা নিজের মনের ব‌্যথা বা অভিযোগ ইনবক্স করতে পারবেন। যাঁরা বিভিন্ন জায়গায় প্রচেষ্টা করেও নিজেদের অভাব অভিযোগ জানাতে পারেননি, তাঁদের জন‌্য একটি প্ল‌্যাটফর্ম। দো-আঁশলা পাবলিকরা (যাঁরা দু’দিক থেকেই ক্ষীর খেতে চান) তাঁরা দয়া করে একটু দূরে থাকবেন এই পেজ থেকে।’’

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করলেও মেলেনি স্বীকৃতি! শ্বশুরবাড়ির সামনে ধরনায় বধূ]

রাজ‌্য নেতাদের প্রতি দলের কর্মীদের মনের ক্ষোভ জানাতে সমাজ মাধ‌্যমে প্ল‌্যাটফর্ম গড়ছেন সেই দলেরই কোনও কেন্দ্রীয় নেতা, এটা বিজেপির ইতিহাসে কার্যত নজিরবিহীন। এদিকে, অনুপম হাজরা যেভাবে প্রকাশ্যে রাজ‌্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন তাতে চাপে পড়ে দলের রাজ‌্য নেতারা জে পি নাড্ডাকে নালিশ জানিয়েছেন। বঙ্গ বিজেপির এই কোন্দল ও নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে বিরক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর নির্দেশে খুব শীঘ্রই সুকান্ত-অমিতাভদের দিল্লিতে ডেকে পাঠাতে পারেন জে পি নাড্ডা। এদিকে, অনুপম হাজরার পাশে দাঁড়িয়েছে বিজেপি বাঁচাও মঞ্চ। মঞ্চের তরফে দীপককুমার সরকার ও আশিস সাউয়ের বক্তব‌্য, ‘‘বিজেপির কোণঠাসা কর্মীদের জন‌্য অনুপম হাজরার নির্ভীক, নিঃস্বার্থ লড়াইয়ের পাশে আছে বিজেপি বাঁচাও মঞ্চ। চোর মুক্ত, দুর্নীতি মুক্ত বিজেপি গড়তে রাজ‌্যব‌্যাপী বিজেপি বাঁচাও মঞ্চের দুর্বার আন্দোলন শীঘ্র দেখার জন‌্য প্রস্তুত থাকুন।’’

[আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টি কাঁটা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement