Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mandal

Anubrata Mandal: সায়গলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ অনুব্রতকে জিজ্ঞাসাবাদ, CBI হেফাজতে প্রথম রাতে কী করলেন কেষ্ট?

বৃহস্পতিবার রাত ২ টো ৫০ মিনিটে নিজামে পৌঁছন অনুব্রত।

Anubrata Mandal reached nizam palace on thursday mid night | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 12, 2022 9:34 am
  • Updated:August 12, 2022 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারি পর বৃহস্পতিবার গভীর রাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। বর্তমানে সেখানে রয়েছেন তিনি। রাতে ঘুমিয়েছেন বলেই খবর। শুক্রবার বেলা ১১ টা নাগাদ বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে জেরা শুরু করবে সিবিআই, এমনটাই জানা গিয়েছে।

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত অনুব্রতকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দেয়। এরপরই তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আধিকারিকরা। রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটে আটকে যায় গাড়ি। সেই সময় বাইরে থেকে সংবাদমাধ্যম একাধিক প্রশ্ন করে অনুব্রতকে। যদিও তাঁর কোনও উত্তর মেলেনি। কার্যত ভাবলেশহীন ভাবেই গাড়িতে বসে থাকতে দেখা যায় তাঁকে। রাত প্রায় ২ টো বেজে ৫০ মিনিট নাগাদ কলকাতায় নিজাম প্যালেসে পৌঁছন অনুব্রত। গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘বিড়াল তাড়িয়ে বাঘ এনেছি, থাবা বসাচ্ছে’, অনুব্রতর গ্রেপ্তারির পরই তৃণমূলকে তোপ বিজেপি বিধায়কের]

জানা গিয়েছে, রাতে সিবিআই দপ্তরে গাড়ি ঢুকতেই নিজেই নেমে ভিতরে যান অনুব্রত মণ্ডল। একাধিক ক্রনিক সমস্যা থাকায় নিয়মিত ওষুধ খেতে হয় তাঁকে। বৃহস্পতিবার রাতেও ওষুধ খেয়েছেন তিনি। ক্লান্ত থাকায় ঘুমিয়েও পড়েন। তবে সূত্রের খবর, নিজাম প্যালেসে ঢুকে কাঁদতে দেখা গিয়েছে দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। শুক্রবার সকালে প্রায় সাড়ে ৭ টা পর্যন্ত অনুব্রত ঘুমিয়েছেন বলেই খবর। এদিনই সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়তে হবে তাঁকে। শোনা যাচ্ছে, বেলা এগারোটা নাগাদ তাঁকে জেরা শুরু করবেন তদন্তকারীরা। দেহরক্ষী সায়গলকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে চলবে জেরা। অনুব্রতকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। আগামিকাল শারীরিক পরীক্ষা হবে অনুব্রতর।

এদিকে, এসএসসি দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে ঠাঁই রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে বসেই বহুদিনের সহযোদ্ধা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির খবর পেয়েছেন তিনি। সূত্রের খবর, জানতে পেরেই কারারক্ষীদের পার্থ প্রশ্ন করেছেন, অনুব্রতকেও সেখানে নিয়ে যাওয়া হবে কি না।

[আরও পড়ুন: অনুব্রতর গ্রেপ্তারির পর উচ্ছ্বাস বিজেপির, বাঁকুড়ায় গুড়-বাতাসা দিয়ে চলল গো-সেবা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement