Advertisement
Advertisement
Anubrata Mandal

Anubrata Mandal: নেই শারীরিক সমস্যা, অনুব্রতকে পরীক্ষা করে জানাল জোকার ESI হাসপাতাল, আজই দিল্লি যাত্রা

অনুব্রতকে নিয়ে সন্ধেবেলাতেই দিল্লি রওনা হচ্ছে ইডি।

Anubrata Mandal has no fitness issue, says medical report by Joka ESI hopsital | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 7, 2023 2:01 pm
  • Updated:March 7, 2023 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও শারীরিক সমস্যা নেই। গরু পাচার মামলায় গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র কার্যত মিলে গেল জোকা ইএসআই হাসপাতালের (Joka ESI Hospital) চিকিৎসকদের পর্যবেক্ষণে। ঘণ্টা দুয়েক ধরে তাঁকে খুঁটিনাটি পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিলেন, কোনও শারীরিক সমস্যা নেই অনুব্রত মণ্ডলের। এরপরই হাসপাতাল থেকে বের করা হয় তাঁকে। পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে দিল্লি যাওয়ার পরবর্তী পদক্ষেপ চলবে বলে ইডি (ED) সূত্রে খবর।

শারীরিক অসুস্থতার দোহাই দিয়েও দিল্লি যাত্রা থেকে রেহাই মিলল না অনুব্রত মণ্ডলের। মঙ্গলবার আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য। এর আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিল্লি হাই কোর্ট (Delhi HC) ইডি জানিয়েছিল, কেন্দ্রের অধীনস্ত কোনও হাসপাতাল তাঁকে ফিট সার্টিফিকেট দিলেই দিল্লি নিয়ে যেতে আর বাধা নেই। 

Advertisement

[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]

সেইমত প্রস্তুতি শুরু হয়। রাজ্য পুলিশের নিরাপত্তায় তাঁকে দিল্লি পাঠানোর ব্যবস্থার নির্দেশ দেয় আসানসোলের (Asansol) সিবিআই আদালত।  এরপর মঙ্গলবার অনুব্রতকে কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্ত হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। ঘণ্টা দুয়েক পর ইএসআই হাসপাতালের চিকিৎসকরা জানান, কোনও শারীরিক সমস্যা নেই অনুব্রতর। এরপরই তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: ‘মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের]

ইডিও প্রস্তুত ছিল। হেভিওয়েট নেতাকে নিয়ে যেতে সন্ধের বিমানেও আগাম আসন বুক করে রাখা হয়েছিল। সূত্রের খবর, ৬.৪৫-এর বিমানে নিয়ে যাওয়া হবে তাঁকে। বিমানযাত্রায়ও স্বাস্থ্যের দিকে নজর রেখে একজন চিকিৎসককে সঙ্গে রাখা হবে। এছাড়া তদন্তকারী অফিসার-সহ ইডির তিনজন আধিকারিকও থাকবেন একই বিমানে।  দিল্লি পৌঁছতে রাত হয়ে যাওয়ায় এদিন অনুব্রতকে সরাসরি আদালতের ম্যাজিস্ট্রেটের বাড়িতে হাজির করা হতে পারে বলে সূত্রের খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement