সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: CAA বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরগরম কলকাতা বইমেলা। বিজেপির ‘জনবার্তা’ স্টলে শনিবার রাহুল সিনহা গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই বিজেপি নেতাকে ঘিরে নাগরিকত্ব আইনের বিরোধিতায় স্লোগান দিতে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। বিজেপি কর্মীরা তাতে বাধা দেন। এরপরই দু’পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। এ খবর মুহূর্তের মধ্যেই পুলিশের কানে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের গন্ডগোল বেঁধে যায়। পুলিশকর্মীরা ইতিমধ্যেই বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। ঘটনার পরই পুলিশি নিরাপত্তায় বইমেলা থেকে চলে যান রাহুল সিনহা।
বইমেলায় আগত সাধারণ মানুষকে সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে বোঝাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। ‘জনবার্তা’ স্টলে CAA সংক্রান্ত বইপত্রও পাওয়া যাচ্ছে। ওই স্টলে প্রায় প্রতিদিনই শীর্ষস্তরের বিজেপি নেতারা উপস্থিত থাকেন। শনিবার ওই স্টলেই যান রাহুল সিনহা। সেই সময় স্টলের বাইরে জড়ো হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। অভিযোগ, বিজেপি নেতাকে ঘেরাও করে NRC, CAA বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। তাতে বাধা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এ খবর মুহূর্তের মধ্যেই পুলিশের কানে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের গন্ডগোল বেঁধে যায়। বিজেপি নেতা রাহুল সিনহা বিক্ষোভকারীদের কটাক্ষ করেন। তিনি বলেন, “প্রচারের আলোয় আসার জন্য বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা।”
পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। ঘটনার পরই পুলিশি নিরাপত্তায় বইমেলা ছেড়ে চলে যান রাহুল সিনহা। অশান্তি এড়াতে বইমেলার নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.