সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার এন্টালি। ফের হেলে পড়ল শহরের আরেক বহুতল। শনিবার এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। শুধু এন্টালি নয়, এক্সাইডেও পুরনো একটি বহুতল হেলে রয়েছে বলে খবর। চাঙড়ও ভেঙে পড়ছে বলে অভিযোগ।
এদিন কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের এন্টালির ছাতুবাবু লেনের একটি বহুতল পাশের বাড়ির উপর হেলে রয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে জলাজমি বুজিয়ে প্রথমে একটি তিন-চারতলা বাড়ি তৈরি হয়েছিল। মাস ছয়েক আগে বাড়ির উপর আরও কয়েকটি তলা বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িটি বেঁকে গিয়েছে বলে খবর। এনিয়ে বারবার প্রোমোটারকে বলা হলেও কোনও সুরাহা হয়নি বলেই দাবি করেছেন স্থানীয়রা।
অন্যদিকে এদিনই কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের এক্সাইড চত্বরের মসজিদ বাড়ি এলাকায় একটি বহুতল হেলে রয়েছে বলে খবর। শুধু তাই নয়, উপরতলা থেকে মাঝেমধ্যেই চাউড় খসে পড়ছে বলে খবর। এদিকে ৫০ বছর পুরনো বাড়িটিতে অন্তত ১২টি পরিবারের বাস। রয়েছে গেস্ট হাউসও। ইতিমধ্যে বাড়িটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছে পুরসভা। কিন্তু বাসিন্দারা বাড়ি ছাড়তে নারাজ বলে পালটা দাবি পুরসভার।
প্রসঙ্গত, দিনদশেক আগে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। বৃহস্পতিবার বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। অন্যদিকে, ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়ার বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসিকরা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.