Advertisement
Advertisement

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে চার

দুর্ঘটনায় কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে গিয়েছিল জামিলের৷

Another Majerhat bridge collapse victim dies in hospital
Published by: Sayani Sen
  • Posted:October 5, 2018 2:36 pm
  • Updated:October 5, 2018 2:36 pm

অর্ণব আইচ ও অভিরূপ দাস: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে বাড়ল মৃতের সংখ্যা৷ বৃহস্পতিবার রাতে প্রাণ হারান জামিল হানিফ নামে জখম এক ব্যক্তি৷ দুর্ঘটনার পর থেকে প্রায় মাসখানেক আলিপুরের এক বেসরকারি হাসপাতালেই ভরতি ছিলেন তিনি৷ ব্রিজ বিপর্যয়ে এখনও পর্যন্ত এই নিয়ে চারজনের মৃত্যু হয়েছে৷

[প্রয়োজনে দশতলা হবে বাগরি মার্কেট, জানালেন মেয়র]

৪ সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতোই বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ জামিল হানিফ৷ তখনও ভাবেননি চেনা জীবনে ছন্দপতন হতে চলেছে৷ দুপুরে সংবাদমাধ্যমের দৌলতে বাড়িতে খবর পৌঁছায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজের একাংশ৷ মনে মনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের সকলে৷ কারণ, তাঁরা জানতেন ওই ব্রিজ দিয়ে যাতায়াত করেন হানিফ৷ কিন্তু তখনও হানিফের পরিবারের কেউই বিশ্বাস করতে পারেননি তাঁদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিপদ৷ সন্ধের পর আর নিজেদের সামলে রাখতে পারেননি তাঁরা৷ খোঁজখবর নিয়ে জানতে পারেন দুপুরে বেহালায় এক ওষুধের দোকানে গিয়েছিলেন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ জামিল হানিফ৷ ওষুধের দোকান থেকে ব্রিজের উপরেই বাইক নিয়ে ফিরছিলেন তিনি৷ তাই গভীর চোটও পেয়েছেন হানিফ৷ ভরতি হয়েছিলেন আলিপুরের এক বেসরকারি হাসপাতালে৷ সেখানেই ছুটে যান পরিবারের সকলে৷ চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তাঁর কোমর থেকে পা পর্যন্ত কার্যত অসাড়  হয়ে গিয়েছিল৷ চিকিৎসাও চলছিল৷ শরীর সাড়াও দিয়েছিল চিকিৎসায়৷ তাই দু-তিনদিন আগে হাসপাতাল থেকে রিপণ স্ট্রিটে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন জামিল৷

Advertisement

[আগুনে পুড়ে ছাই জীবনদায়ী ওষুধ, মেডিক্যালে বিপাকে রোগীরা]

স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার জামিলের৷ পরিজনদের দাবি, ব্রিজ বিপর্যয়ের পর থেকে আতঙ্কে দিন কাটাতেন তিনি৷ রাতেও ঠিকভাবে ঘুমোতে পারতেন না৷ ব্রিজ ভাঙার দুঃস্বপ্ন তাড়া করে বেড়াত জামিল হানিফকে৷ দিনকয়েক আগে কোমরে ইনফেকশন হয়ে গিয়েছিল তাঁর৷ বৃহস্পতিবার রাতে সব শেষ৷ প্রাণ হারান জামিল৷ এই নিয়ে মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার সময়ই কলকাতার বাসিন্দা এক যুবক প্রাণ হারান৷ এরপর একে একে মুর্শিদাবাদের বাসিন্দা পেশায় দুই শ্রমিকও মারা যান ব্রিজ বিপর্যয়ে৷ এবার প্রাণ হারালেন রিপণ স্ট্রিটের বাসিন্দা জামিল হানিফ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement